Archive

Category Archives for "status"

পুরুষদের জন্য বার্তা – বাংলা বাণী

পুরুষদের জন্য বার্তা  – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো পুরুষদের জন্য বার্তা ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

পুরুষদের জন্য বার্তা

 

১। কাজ করে এমন একজন মহিলাকে বেছে নেওয়ার সময়, আপনাকে মেনে নিতে হবে যে সে ঘর সামলাতে পারে না।

২। আপনি যদি এমন একজন গৃহিণীকে বেছে নেন যিনি আপনার যত্ন নিতে পারেন এবং আপনার পরিবারকে সম্পূর্ণরূপে পরিচালনা করতে পারেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে অর্থ উপার্জন করছে না।

৩ । আপনি যদি একজন বাধ্য মহিলা বেছে নেন, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে সে আপনার উপর নির্ভরশীল এবং আপনাকে অবশ্যই তার জীবন নিশ্চিত করতে হবে।

৪। আপনি যদি একজন শক্তিশালী মহিলার সাথে থাকার সিদ্ধান্ত নেন তবে আপনাকে মেনে নিতে হবে যে সে কঠোর এবং তার নিজস্ব মতামত রয়েছে।

৫ । আপনি যদি একজন সুন্দরী মহিলাকে বেছে নেন, তবে আপনাকে বড় ব্যয় স্বীকার করতে হবে।

৬। আপনি যদি একজন সফল মহিলার সাথে থাকার সিদ্ধান্ত নেন তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে তার চরিত্র রয়েছে এবং তার নিজস্ব লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

নিখুঁত হিসাবে যেমন কোন জিনিস আছে. প্রত্যেকের নিজস্ব ধাঁধা আছে, যা আমাদের অনন্য করে তোলে!

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় পুরুষদের জন্য বার্তা শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Facebook Romantic Status bangla

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Facebook Romantic Status bangla নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

Facebook Romantic Status Bangla

 

★কাউকে সারাজীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

★যখন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না, দুনিয়া টা ঝাপসা হয়ে আসবে। তখন তুমি আমার কাছে এসো। . . তোমাকে চোখের ডাক্তার দেখাবো।

★এখন আমার হাতে এক বোতল বিশ। আমি মুক্তি পেতে চাই এতো জালা আমার আর এখন সহ্য হয় না। জানি এটা পাপ। এতো যন্ত্রণা আর ভালো লাগে না। তাই যাচ্ছি ইদুর মারতে।

★সে আসলো, আমার উপর বসলো, আমাকে জড়িয়ে ধরলো, পরে কামর, চুমু দিল। তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল। খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর। ঐটা একটা মশা ছিল।

★রোগ হলে ডাক্তারের কাছে যাও। কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে। ঔষধ কেনো, কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে। কিন্তু তুমি ঔষধ খেওনা,, কারণ তোমাকেও বাঁচতে হবে।

★আমি বলতে চাই- বলতে পারিনাই । আমি জানাতে চাই- জানাতে পারিনাই । আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনাই । আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসাই মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!

★ফুলের মাঝে ভ্রমর আসে, নদীর ওপর নৌকা ভাসে, শিশির নাচে সবুজ ঘাসে, রাতের মাঝে জোছনা হাসে। আর কিছু মেয়েদের ভালোবাসায় ফরমালিন আছে।

★যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা। যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম। যেখানে প্রেম, সেখানেই ব্যাথা। আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।

★অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি। অসম্ভব কিছু ভালো লাগা, হয়তো বা কষ্টের ভয়, একাকীত্ব নিরবতা। এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।

★ভেবে ছিলাম তুমি অনেক আপন ” ভেবেছি পাশে থাকবে সারাজীবন ” কেন তুমি ভাংলে আমার মন? আসলেই তুমি একটা ফক্কিনির বাচ্চা, ,,,,

★বুঝিনা,কষ্ট কইরা মোবাইল টিপি আমি?
আর মাইনষের এত্তো জ্বলে কেন??

★মেয়েদের কাছে সব চাইতে ভয়ংকর প্রাণী হলো
বিয়ের ঘটক ??

★ছেলেরা আর যাই করুক?? কখনো কারো মন নিয়ে খেলে না! ?? “ ” “ “

★ সত্যি আমি তোমায় পেয়ে হয়েছি ধন্য।

★ আমি বসে আছি তোমার অপেক্ষায়, কখন আসবে তুমি।হে আমার তুমি!

★ওরে আমার পাগলী তোকে দেখার জন্য আমি আছি বসে।

★এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা, এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে, তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে।

★মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের পানি কথা বলে।

★অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়ত্বের শিকার হবে।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Facebook Romantic Status bangla নিয়ে উক্তি  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Facebook Cool Boy Stutas Bangla

Facebook Cool Boy Stutas Bangla – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Facebook Cool Boy Stutas Bangla  ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

Facebook Cool Boy Stutas Bangla

 

হ্যাঁ, আমি খারাপ ছেলে
কারোর কোনো প্রব্লেম ?

 

 

আমি খাল কেটে কুমির আনি না,
মাঝে মাঝে সুখে থাকলে নিজেই
কুমিরের সামনে গিয়ে বলি – ‘ধাপ্পা’

 

 

বন্ধুকে মেসেজ করেছিলাম
“কি রে শালা, কোথায় তুই “
বন্ধুর ফোন ওর বোনের কাছে ছিল
রিপ্লাই এসেছে
“আপনার শালা স্নান করছে ,
আমি আপনার বৌ বলছি “

 

 

আমি খারাপ সেটা আমি জানি কিন্তু
তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায়?

 

 

আমি জানি আমি দুর্দান্ত,
তাই আমি আপনার মতামত
সম্পর্কে কোন চিন্তা করি না।

 

 

মাঝে মাঝে ভাবি যে
আমি ভালো হয়ে যাবো।
তারপরেই মনে হয় ,
আমি খারাপ ছিলাম কবে।

 

 

সামনে তালি আর পিছনে গালি
এমন স্বভাব আমার নয় ,
আমি যা বলার সামনা সামনি বলে দিই।

 

 

যে আমাকে গুরুত্ব দেয়,
তাকেই আমি গুরুত্ব দিই
যে আমাকে গুরুত্ব দেয়না
তার দিকে ফিরেও তাকাইনা।
হ্যাঁ এটাই আমি!

 

 

সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই;
কারো চয়েজ হতে পারি কিন্তু অপশন নই।

 

 

মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে,
স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।

 

 

যদি আমাকে কারো ভালো না লাগে,
I don’t care,
সবার পছন্দ তো ভালো হয় না।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  Facebook Cool Boy Stutas Bangla  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Single Status Bangla

Single Status Bangla – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Single Status Bangla ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Fb Single Status Bangla

সিঙ্গেল মানে কোন চাপ নেই, কেবল স্বাধীনতা।

 

সিঙ্গেল থাকার অর্থ এই নয় যে  কেউ আমাকে চায়নি।
আমি সিঙ্গেল নই, আমি কারো জন্য অপেক্ষা করছি।
সিঙ্গেল হল আপনার নিজের শর্তে  জীবনযাপন করার এবং কারো কাছে ক্ষমা না চাওয়ার সুযোগ।
সিঙ্গেল থাকা আমার দুর্ভাগ্য না। এটা আমার পছন্দ এবং আমার সিদ্ধান্ত।
আমি সব নাটক দেখে ক্লান্ত  তাই আমি সিঙ্গেল থাকার  সিদ্ধান্ত নিয়েছি।
সম্পর্কের ক্ষেত্রে আঘাত পাওয়ার ভয় কখনও কখনও সিঙ্গেল  থাকার আসল কারণ।
আমি সিঙ্গেল হওয়ার একমাত্র কারণ হল যে আমি আমার যোগ্য ব্যক্তিকে খুঁজে পাইনি।
আমি সিঙ্গেল কারণ আমি  সেভাবেই জন্মগ্রহণ করেছি।
১ মহাবিশ্ব, ৮ টি গ্রহ, ১৯২ টি দেশ, ১৮০৪৯৭ দ্বীপ, ৮৫ সমুদ্র, ৭ বিলিয়নেরও বেশি মানুষ।  এবং আমি এখনও সিঙ্গেল !
একা? না,  আমি শুধু স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত।
আমি একাএবং এতে গর্বিত  কারণ আজকাল, সম্পর্কগুলি ফ্যাশনের জন্য, প্রেমের জন্য নয়
SINGELথাকার অর্থ এই নয় যে  আমি প্রেম সম্পর্কে কিছুই জানিনা না।  কখনও কখনও, ভুল ব্যক্তির চেয়ে  একা থাকা বুদ্ধিমানের কাজ।
SINGEL কারণ আমি  এমন কাউকে পাইনি যিনি আমার যোগ্য
প্রিয় আবহাওয়া, দয়া করে এত রোমান্টিক হবেন না, আমি অবিবাহিত।

আকাশ নিয়ে কিছু উক্তি – Bangla Quotes  about Sky , Status, Captions, Photos

আকাশ নিয়ে কিছু উক্তি

Bangla Quotes on Sky – আকাশ নিয়ে বাংলা উক্তি ও বাণী

ধর্ম- বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক মানুষ এক আকাশের নিচেই বসবাস করি যেখানে নেই কোন ভেদাভেদ ;নেই কোন ছোট বড়। সেই আকাশকে নিয়েই নিম্নে উল্লিখিত হল কিছু মনকাড়া উক্তি:

  • *আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,
    শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।

  • *আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি দৃশ্য
  • *নীল আকাশ বলে উদার হও
    সাদা মেঘ বলে ভেসে বেড়াও
    মনের কালিমা সব মুছে ফেল
    নিঃস্বার্থ হয়ে সেবা করো।

  • *নীল আকাশের মেঘবালিকা
    আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়
    রোদ্র ছায়ার খেলে লুকোচুরি
    মাঝে মাঝে কোথায় সে হারায় !

 

  • *আকাশ আমায় ভরল আলোয়,
    আকাশ আমি ভরব গানে।

  • *নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
    মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।

  • *আকাশের চাঁদ মাটির বুকেতে
    জোছনার রং ধরে,
    আমার জীবনে কেন বারেবারে
    তোমাকেই মনে পড়ে ।

 

  • *আকাশ কেন ডাকে
    মন ছুটি চায়
    ময়ূরপঙ্খী মেঘ
    ঐ যায় ভেসে।

  • *আকাশের মতই অসীম
    সাগরের মতই গভীর
    হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
    দিয়ে প্রেমের আবির।

  • *মোরা আকাশের মত বাঁধাহীন
    মোরা মরু সঞ্চার বেদুঈন,
    বন্ধনহীন জন্ম স্বাধীন
    চিত্তমুক্ত শতদল।।

  • *আমায় আকাশ বলল
    তোমার দু’চোখ
    মেঘ রঙ দিয়ে আঁকতে
    শুনে সাগর বলল
    তা কি করে হয়,
    তার এত নীল থাকতে?
    আমি কাকে খুশি করি বলো?

Bangla Whatsapp, Facebook status about Sky ~ আকাশ নিয়ে

হোয়াটস্যাপ স্টেটাস ফেসবুক স্টেটাস ফটো

  • *ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
    নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
  • *এই আকাশ নতুন
    বাতাস নতুন
    সবই তোমার জন্য
    চোখের নতুন চাওয়া দিয়ে
    করলে আমায় ধন্য।

  • *নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে
    যেন ভালোবাসা ছড়িয়ে আছে
    নীল আকাশের গায়ে
    আমায় দেখতে দাও
    ওই মন ভোলানো রামধনু রং
    দেখতে দাও !

 

  • *আকাশে আজ রঙের খেলা
    মনে মেঘের মেলা
    হারালো সুর, হারালো গান
    ফুরালো যে বেলা
    আমার মনে মেঘের মেলা

 

  • *আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
    আমার কথার ফুল গো আমার গানের মালা গো
    কুড়িয়ে তুমি নিও
    আমার সুরের ইন্দ্রধনু
    রচে আমার ক্ষনিক তনু
    জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়।

 

  • *কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে
    সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে
    স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে।

 

  • *আজি যত তারা তব আকাশে
    তবে মোর প্রাণ ভরি প্রকাশে।

 

  • *আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
    তোমারি নাম সকল তারার মাঝে ॥

 

  • *মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি
    আজ নতুন আলোয় আঁধার কালোর
    হচ্ছে যে খুনসুটি।

 

  • *স্বপ্ন আমার আকাশ ছোঁয়া
    বাস্তবে তাই দি হাতছানি
    হারানোর ভয় নেই যে
    নিঃস্ব আমি সে তো জানি!

 

  • *পাড়ি দেওয়া ভীষণ সহজ
    ইচ্ছে ডানায় ভেসে
    আমার কল্পনার রং লেগেছে
    সুদূর ওই নীল আকাশে ।

 

  • *আমার একলা আকাশ থমকে গেছে
    রাতের কাছে এসে
    শুধু তোমায় ভালোবেসে ।

 

  • *আকাশের নীরবতার সাক্ষী আছে চাঁদ,
    সূর্যটা শুধু লড়াই দেখে করে না প্রতিবাদ ।

 

  • *যেথায় শুধুই ভোরের আলো
    সেই তো আমার আকাশ
    আঁধার সেখানে ঠাঁই পায় না
    শুধুই প্রেমের থাকে প্রকাশ ।

 

  • *জীবনের আকাশে এত সুখের জ্যোৎস্না আছে
    জানতাম না,
    যদি তোমার হৃদয় আকাশে না হারিয়ে যেতাম ।

 

  • *বন্ধু একাই আমি জাগব
    আঁধার আকাশে একা
    চিরদিন চেয়ে আমি থাকব

 

Bengali Captions of Blue Sky – নীল আকাশ নিয়ে বাংলাতে ক্যাপশন ও পিকচার

*এত বড় আকাশটাকে
ভরলে জোছনায়
ওগো চাঁদ
এ রাতে হায়
তোমায় বোঝা দায়!

 

 

*নীল আকাশের রংটা না হয়
ভরাক আমার মনটা
রক্তিম লাল করুক আমায়
লাল পলাশের বনটা

*যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে
মনে পড়ে আমায় প্রিয়
চাঁদ হয়ে জাগব তোমার আকাশে
মনের আঁখি তে মোরে দেখে নিও ।

*সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশে যে রঙের বিচ্ছুরণ হয় তা মানুষকে আশা প্রদান করে আর
এই কথাই জানান দেয় যে সূর্য অস্ত হলেও তা আবার হবে উদয় ।

*আকাশ হল এক সীমাহীন ছায়াছবি
সেখানে কী ঘটছে তা দেখে দেখে কখনই হই না আমি ক্লান্ত ।

*লক্ষ্য থাকুক আকাশ ছোঁয়া ,
সেই লক্ষ্যে ধীরে ধীরে হও অগ্রসর
প্রত্যেক পদক্ষেপ কে কর উপভোগ
যাত্রা তবেই হবে সম্পূর্ণ ।

*সমুদ্রের নিলে ঘ্রাণ
আর আকাশ কে করলে অনুভব
মন টি হবে ফুরফুরে
প্রাণে লাগবে খুশির তুফান।

*আকাশের দিকে তাকাও.
আমরা একা নই.
পুরো মহাবিশ্ব আমাদের বন্ধু
যারা স্বপ্ন দেখে এবং কর্ম করে
তাদের ই শ্রেষ্ঠ প্রাপ্তি হয় ।

*আকাশে কোনটা পূর্ব
এবং কোন দিক টি পশ্চিম তা পার্থক্য করা যায় না ; মানুষ ই নিজের মনেই আলাদা আলাদা ধারণা পোষণ করে এবং সেগুলিকে সত্য বলে বিশ্বাস করে।

*আমি পরিচ্ছন্ন আকাশের নিচে বাস করতে চাই যার অফুরান তাজা হাওয়া আমার হৃদয়কে দোলা দেবে ও বিশুদ্ধ করে তুলবে।

 

নীল আকাশে মেঘ নিয়ে বাংলায় সুন্দর লাইন পংক্তি ~ Akash Niye Caption ,Ukti, Bani Picture

  • *আকাশ হল সৃষ্টির ই একটি অংশ যা সৃষ্টি করেছে প্রকৃতি মানুষকে সন্তোষ প্রদান করার জন্য ।
  • *আমরা সকলেই একই আকাশের নীচে বাস করি, শুধু আমাদের দিগন্ত আলাদা ।
  • *আকাশ হল প্রকৃতির আলোর উৎস যা সমস্ত কিছু পরিচালনা করে।
  • *মেঘহীন সরল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো।
  • *রাতের আকাশের চেয়ে কোনও দৃশ্যই অধিক উন্মাদনা সৃষ্টি করতে পারে না ।
  • *আমার সাথে দেখা কোরো যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে; পৃথিবীর যেখানে শুরু হয় সেই স্থানে করো আমার জন্য অপেক্ষা ।
  • *আকাশ যেন একটি নিখুঁত খালি ক্যানভাস যেখানে মেঘবালিকারা করে আনাগোনা।
  • *একটি সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা আকাশের প্রয়োজন।
  • *আপনার পায়ের দিকে তাকান;আপনি আকাশে দাঁড়িয়ে আছেন আর আমরা যখন আকাশের কথা চিন্তা করি, তখন আমরা ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করি কিন্তু আসল কথা এই যে আকাশ টি পৃথিবী থেকেই শুরু হয়।
  • *কেবলমাত্র হৃদয় থেকে চাইলেই আকাশকে স্পর্শ করা যায় ।
  • *আকাশের গৌরবময় ক্যানভাসে কাছে অপরিসীম আসা আর অনন্ত সম্ভাবনা।
  • “আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি শীতল জলের স্পর্শ পেত তবে সব বিষাদের উপশম হত।
  • *আমার এই আকাশে তুমি যে ধ্রুবতারা
    তুমি ছাড়া আমি হয়ে যাই দিশেহারা
  • *মেঘলা আকাশ ; মেঘলা মন
    আঁধারেতে ডুবে আছে সারাক্ষণ
    তুমি এসে জ্বেলে দাও আকাশ প্রদীপ
    দুজনে মিলে দেখব আবার সুখের স্বপন।

 

  • *তুমি যদি হও চাঁদ
    আমি জোছনা ভরা রাত হয়ে
    জীবন আকাশে সুখে থাকব
    ফাগুনকে সাথী হতে ডাকব।

 

  • *আকাশে তো মেঘ আসবেই, ঝড়ের ভয়ে কেন দমে থাকবো?

আকাশ নিয়ে ইংরেজি ক্যাপশন

  • The sky is not the limit it is just the view.
  • A dream came true in the sky.
  • Something beautiful is on the horizon.
  • I never tire of tilting my chin to an everchanging sky.
  • Blue skies and sunshine fuel my imagination, lift my mood and set my soul alight.
  • You’re as beautiful as the sky is vast.
  • The sky is proof of Mother Nature’s majesty.
  • Life is good when the sky’s like that.
  • Breathe the air and taste the sky.
  • When day breaks or dusk descends, stop what you’re doing and stare at the sky.
  • Clear your mind, watch the sky.
  • The sky’s got more stars than Hollywood.
  • My favorite place to be is beneath the stars.
  • Paint the sky, make It yours.
  • When the sky smiles in spring.

আকাশের দিকে তাকালে অনুভব করা যায় যে, পৃথিবীতে কেউ একা নয় । আকাশ, সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় আর তা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে।

 

Personal Attitude Status Bangla

Personal Attitude Status Bangla – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Personal Attitude Attitude Status Bangla ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Best Personal Attitude Status Bangla

  •   ” আজ আমি সেই দিনটির মতো কাজ করতে যাচ্ছি,
         যেই দিনটি আমার মনে থাকবে !! “
  •  Aaj ami sei dintir moto kaj korte jachchi,
    Jei dinti amar sorone thakbe….”

 

  • “আমি কতদিন বেঁচে থাকবো তাতে আমার কিছু যায় আসে না। যতদিন পারব বাঁচবো কিন্তু আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচব।”

Portrait of a Beautiful Girl Attitude Status

  • সমস্ত পরিচিতি খালি বাপ-ঠাকুরদার নামের হলেই হয় না। কিছু তো নিজের নামের ও থাকা উচিত।

 

  •  “সাহস থেকে হারবে কিন্তু সাহস নয় কারণ চক্রভিউ আমাদের নিজেদের লোকেরাই গঠন করে।”

 

  • “আমি বদলায়নি। এখন শুধু চুপ থাকতে ভালোবাসি!”

 

  •  “আমায় ক্ষমা করে দিয়ো কারণ আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না।”

 

  • “নিজের কথা শুনি তাই এখনো দাঁড়িয়ে আছি। অন্য কারুর শুনলে তো কখনই ভেঙে পড়তাম।”

 

  • “নাম তো সেরাম হওয়া উচিত যে শত্রুও যেন বলে, হ্যাঁ, ওকে কে না জানে?”

 

  • “আমার Attitudeই আমার লক্ষণ, তাতে তোমার কি কোনো সমস্যা আছে!”

 

  • ভয় অস্ত্র থেকে নয় মস্তিষ্ক থেকে বৃদ্ধি পায়, আর মস্তিষ্ক আমার ছোটবেলা থেকেই খারাপ ”

 

  • আমি তোমায় ব্লক করবো না কিন্তু আমি তোমায় এইটা অবশ্যই দেখাবো যে তুমি কাকে হারিয়েছো।”

 

  • “আমি গুরুত্ব দি না পৃথিবী কি বলে, আমি ভালো এটা আমার মা বলে!”

 

  • “যদি তোমার ভালো লাগে, তোমার হৃদয়ে, অন্যথায় মনেও নয়।”

 

  •  আমি খারাপ তাই তো আমি বেঁচে আছি। ভালো হলে এই দুনিয়া আমায় বাঁচতে দিতো না।”

 

personal attitude attitude status bangla

 

  • “পিঠের পিছনে আঘাত তারাই করে যাদের সমান হওয়ার ক্ষমতা নেই।”

 

  • “কিছু লোকেরা কেবল সামনে থেকে জ্বলে না, তারা আমার Attitude থেকেও জ্বলে ওঠে!”

 

  • জীবন এ যা পেয়েছি তাই মাথা পেতে নিয়েছি কিন্তু কারুর সামনে মাথা পেতে কাজ করি নি।”

 

  • “যে মন থেকে ভেঙে পরে তাকে কেবল বন্ধুরাই বাঁচাতে পারে। আত্মীয়রা কেবল ব্যাবহার বাঁচাতে চায়!”

 

  • “সুখ আপনার Attitude এর ওপর নির্ভর করে, আপনার কাছে কি আছে তার ওপর নয়।”

 

  •  ” Apni ja non, Tar jonno nijeke ghrina korben na,

      Nijer jonno nije valo basun..”

  •  ” আপনি যা নন, তার জন্য নিজেকে ঘৃণা করবেন না.

 

  •     ” মানুষ তার জীবনের ভুল গুলি তখন,  বুঝতে পারে যখন একটি ভুলের জন্য , জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।”
  • “আমার চিন্তা বন্ধ করুন,   মানশিক ভাবে সুস্থ থাকুন।”

 

  •  ” হয় প্রোটিন যেমন সবারই সহ্য হয় না,    তেমন আমাকে হ্যান্ডেল করার মতো তোর এখন এইজ হয়নি। “

 

  • ” বাদশাহ না পেয়াদা হিসেবেই জানে লকে, কারন আমি রানির সামনে ঝুঁকি না।”

personal attitude attitude status bangla

 

  •  ” আমি দুষ্টুমি সহ্য করব ,  কিন্তু শইয়তানি না।”

 

  •  হাম বাত খতম নাহি কারতে,  সিধা কাহানি হি খতম কারতে হায়। “

 

  • ” লোগ তুম্হে জানতে হায়, লেকিন হামে মানতে হায়। “

 

  •  ” দুনিয়া কিয়া সোচেগি, য়ে মে কাভি নাহি সোচতা। “

 

Fb caption in bengali attitude

 

  •  ” এটিটুড উন্হে দিখাতি হুঁ,  জিন্হে তামিজ সামাজ নাহি আতি। “

 

  •  ” তুম লারকিয়াঁ জ্বলনে,    ওর হাম লারকে লাড়নেহ কে লিয়ে পয়দা হুয়ে হায়। “

 

  •   ” দিল লেকার কিয়া কারোগে বাতাও,তুমসে আপনি জুলফে তো সমাহালি নাহি জাতি। “

 

  • “জিয়াদা স্মার্ট বাননেকি কৌঁসিস না কারো,   মেরি সার কে বাল ভি তুম্হারে আউকাত সে বাড়ে হে। “

 

  • ” শের নে শিকার করনা ছোড়া হায়,  শিকার করনা ভুলা নেহি। “

 

  • ” দিল তো আশিক কে পাস্ হতে হায়, হাম তো জিগার রাখতে হায়। “

 

  • ” জিগার বালো কা ডার সে কোই ওস্তা নাহি হোতা,      হাম উহা ভি যাতে হে যাঁহা রাস্তা নাহি হোতা। “

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Personal Attitude Status Bangla শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

প্রপোজ করার স্ট্যাটাস

প্রপোজ করার স্ট্যাটাস – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো প্রপোজ করার স্ট্যাটাস ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

প্রপোজ করার রোমান্টিক কথা

  • “তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালবেসে গ্রহণ করো এ অধমে, তোমার জন্যেই দেওয়ানা রয়ে যাবে এই দিল আজীবন।”
  • “নাটোরের বনলতা সেন কেও হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো হুর যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি, তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়।”

 

  • “গভীর রাতে রোজ ঘুম ভেঙে যায়, তোমার ছবি ভেসে উঠে চোখের আঙিনায়। মন জুড়ে এসে বসো তুমি অপরুপা সুন্দরী দেবী হয়ে। একেকটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলছি নিজেকে, নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন।”

 

  • “জানি না তোমার দেখা পাবো কিভাবে, কিভাবে তোমাকে পাবো নিজের করে খুব কাছে। জানি না কতোটা আপন ভাবো তুমি আমায়, শুধু জানি এই মন ভীষণ ভালবাসে তোমায়। নীর্ঘুম রাতের পর যেমন ঝলমলে ভোর সব সঙ্কা কাটায় তেমনি তোমাকে দেখলেই আজকাল মন ভালো হয়ে যায়। তোমার কথাই ভাবি সারাটিক্ষণ, একেই কি ভালবাসা বলে? যদি তা-ই হয় আমি ভালবাসি তোমায় আমার সমস্তটা দিয়ে।”

 

  • “কোনো এক বিখ্যাত লেখক বলেছিলেন- ভালবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। তাই ভালবাসা লুকিয়ে রাখতে হয়। বুক হলো ঠান্ডা ফ্রিজের মতো। যার বুক যতো ঠান্ডা, তার ভালবাসা টিকে দীর্ঘতর। জানো আমিও এই ঠান্ডা ফ্রিজের মতোই মন দিয়ে বসে আছি তোমায় আজ তিন তিনটি বছর। তোমার কাছে এসেছি,প্রহর গুনেছি, তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখেছি, বিরহে বুক ভাসিয়েছি। আজ আর লুকাতে পারছি না, আমার স্বপ্নের রাজকন্যাকে আজ আমার রাজ্যের রানী বানাতে তাই চলেই এলাম !”

 

  • “ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয় আর নতুন আনন্দে নিজেকে খুশি রাখতে সাহায্য করে। ভালবাসা মানে একজনের সব দোষগুলো জেনে যাওয়া এবং সেগুলোর জন্যে তাকে আরো বেশী করে ভালবাসা। প্রিয় আমার অবস্থা ঠিক এমনই। তোমাকে আমার জীবনে পেয়ে আমার সমস্ত অতীতের দুঃখগুলো যেনো ম্লান হয়ে গেছে, তোমার সবকিছুরই প্রেমে পড়ছি বারংবার। আমার সমস্তটা দিয়েই তোমাকে ভালবেসে পেলেছি,তোমাকে ছাড়া আজকাল বাঁচার কথা কল্পনাতেও আসে না। আমার সমস্ত স্বপ্নে, বাস্তবে, ভবিষ্যতে শুধু তোমারই বসবাস।”

 

  • “তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালবেসে গ্রহণ করো এ অধমে, তোমার জন্যেই দেওয়ানা রয়ে যাবে এই দিল আজীবন।”
  • “নাটোরের বনলতা সেন কেও হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো হুর যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি, তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়।”

প্রপোজ করার রোমান্টিক ছবি

প্রপোজ-করার-ছবি

 

 

প্রপোজ-করার-রোমান্টিক-মেসেজ-3-300x202

 

প্রপোজ-করার-রোমান্টিক-পিকচার

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় প্রপোজ করার স্ট্যাটাস  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bengali Bio For Facebook WhatsApp Instagram Profile

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো  Bengali Bio For Facebook WhatsApp Instagram Profile । আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Best Bengali Bio Ideas For FB Instagram WhatsApp

 

  • আমি নিজে কে তা জানিনা, কারণ প্রতিবার নিজেকে দেখার জন্য আয়নার সাহায্য নিতে হয়,

 

Ami nije ke ta janina, karon prtibar nijeke dekhar jonyo aynar sahajyo nite hoy

 

  • অভিমান রাগের চেয়ে বেশি প্রকট হয়, তাই কারোর উপর যত খুশি রাগ করো কিন্তু অভিমান কখনো কোরনা,

 

Obhiman rager chye beshi prokot hoy, tai kakror upor joto khushi rag koro kintu obhiman kokhono korona.

 

  • কাউকে কিছু দেয়ার হলে নিজের সময়ের কিছুটা দিয়ে তাকে দিয়ে দাও, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, যেটি হাজার চেষ্টা করেও সে তোমার ঋণ শোধ করতে পারবে না,

 

Kauke kichu deyar hole nijer somoyer kichuta take diye dao, prithibir sobcheye mulyoban somoy hochhe somoy, jeti hazae chesta koreo se tomar rrin sodh korte parbe na.

 

  • আমি হাজার বন্ধুত্বের ইমারত চাইনা, আমার জন্য একটা বন্ধুই যথেষ্ঠ যার বাঁধন হবে অনেক শক্ত,

 

Ami hazar bondhutber imarot chaina, amar jonyo ekta bondui jothestho jar badhon hobe onek shokto.

 

  •  জীবন কোনো দিন থেমে থেকে না, যে কোনো ভাবে এটি চলতে থাকে,

 

Jibon konodin theme thake na, jekono bhabe eti cholte thake.

 

  • সকল কে খুশি করার ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি,
    তাই যেখানে তুমি সুখ খুজে পাবে সেখানে যাও,

 

Sokolke khushi korar khomota ishwar amke denni,
tai jekhane tumi sukh khuje pabe sekane jao.

 

Bangla Facebook Bio – Fb Bio Bangla

  • ফেসবুকে সুন্দর স্ট্যাটাস দিয়ে অপরকে ইমপ্রেস করার কোনো ইচ্ছেই আমার নেই,

 

Facebook e sundor statūs diye oprke impresse korar kono ichchei amr nei.

 

  • জানি আমি সকলের থেকে আলাদা, তবু সবার মতো করে সকলের মাঝে থাকতে চাই,

 

Jani ami sokoler theke alada, tobu sobar moto kore sokoler majhr thakte chai,

 

  • আমি আমার নিজেকে বড্ডো বেশি ভালোবাসি,
    মিথ্যা প্রেমিক-প্রেমিকাদের মতো বলিনা,
    নিজের থেকে তোমাকে বেশী ভালোবাসি,

 

Ami amar nijeke boddo beshi bhalobashi, mithya premik premikader moto bolina nijer theke tomake beshi bhalobashi.

 

  •  কারোর কারণে নিজেকে পরিবর্তন না করে,
    নিজেকে গুছিয়ে নিতে বেশি পছন্দ করি,

 

Karor karone nijeke poriborton na kore nijeke guchiye nite beshi pochondo kori.

 

  •  তুমি যা চাও তার সবই আছে আমার কাছে,

 

Tumi ja chao tar sobi ache amar kache.

 

  • আমার জন্ম প্রকাশের জন্য, কাউকে মুগ্ধ করার জন্য নয়,

 

Amar jonmo prokasher jonyo, kakuke mugdho korar jonyo noy,

 

  •  মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি,
    আর আমার মধ্যে আছি আমি,

 

Mathar upore Akash, payer niche mati ar amar modhye ami

 

  • মিথ্যা মানুষ গুলোর কাছ থেকে অনেক কিছু সত্যির শিক্ষা পাওয়া যায়,

 

Mithya mansh gulor kach theke onek kichu sotyir sikkha paoa jay.

 

  • হৃদয় ভাঙ্গার কান্না অনেক জোরে আওয়াজ করতে চায় কিন্তু নীরবতা তার সাথী, তাই নীরবে সে গুমড়ে মরে,

 

Hridoy bhangar kanna onek jore awaj korte chay kintu nirobota tar sathi, tai niribei se gumre more.

 

  •  আমার ফেসবুক প্রোফাইল লুকিয়ে যারা দেখে তাদের হৃদয় থেকে স্বাগত জানাই,

 

Amar Facebook profile lukiye jara dekhe tader hridoy theke swagatam janai.

 

  •  অল্প কথায় নিজের সম্বন্ধে কিছু বললে সেটা অসমাপ্ত রয়ে যায়……

 

Olpo kothay nijer sombonhe kichu bollte seta osomapto roye jabe, tai thak se sob kotha.

 

  •  জীবন একটি সুন্দর গল্পঃ, যেটা দুঃখ-বেদনা হাসি-আনন্দ আর ঘটনায় পরিপূর্ণ,

 

Jibon ekti sundor golpo jea dukho bedona hasi anondo ar ghotonay poripurno.

 

Bengali Short Bio For Facebook Profile

  • আমার পরিচয় একটাই আমি মানুষ, যার মান এবং হুস দুই আছে,

 

Amar porichoy ami manus jar man ebong hus dui ache,

 

  •  একে অপরকে ঘৃণা না করে এসো নতুন ভালোবাসার সৃষ্টি করি,

 

Eke oporke ghrena na kore esho notun bhalobasha sristi kori.

 

  •  হেরে যাওয়ার মধ্যেও আনন্দ থাকে
    যেটা সবাই অনুভব করতে পারে না,

 

Here jaoar modhyeo anondo thake, jeta sobai onubhob korte parena.

 

  • যতো দিন বাঁচবো নিজের জন্য বাঁচবো, কারণ আমি আমাকে ভীষণ ভালোবাসি,

 

Jotodin bachbo nijer jonyo bachbo, karon ami amake bhison bhalobashi.

 

  • মাঝে মাঝে পাগল হতে ইচ্ছে করে কারণ পাগলামির মধ্যে একটা আলাদা আনন্দ আছে,

 

Majhe majhe pagol hote echche kore, karon paglamir modhye ekta alada anondo ache.

 

  • আমিই আমার বস, আমাকে সাশন করার ক্ষমতা আমি ছাড়া কারোর নেই,

 

Amei amar boss, amake sashon korar khomota ami chara ar karor nei.

 

  • সময় কেমন যেনো নদীর স্রোতের মতো বয়ে চলেছে, কিছুই বোঝা যাচ্ছে না,

 

Somoy jeno nodir sroter moto boye choleche kichui bojha jay na.

 

  • যারা আমাকে চেনেনা তাদের জন্য, আমি ভীষণ ভাবে দুঃখিত,

 

Jara amake chenena tader jonyo ami bhison bhabe dukhito.

 

  •  যারা আমাকে পছন্দ করেনা তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই,
    আমার অসুবিধা সেই সব লোকদের নিয়ে যারা পছন্দ করার অভিনয় করে।

 

Jara amake pochondo korena tader niye amar kono somossya nei, amar osubidha sei sob lokeder niye jara pochondo korar obhinoy kore.

 

Best Cool Bengali Bio For Instagram

 

  • আমি যতটা জানি তার চেয়ে কম বলতে বেশি পছন্দও করি,

 

Ami jotota jani tar cheye kom bolte pochondo kori,

 

  • ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়,

 

Bhalobasha dile tobei valobasha paoa jay,

 

  •  সৌন্দর্য আমার হৃদয়ে আছে profile এ নয়,

 

Sundorjo amar hridoye ache profile e noy.

 

  • একবার ভালোবেসে দেখো কথা দিচ্ছি ভুলতে পারবে না,

 

Ekbar valobashe dekho kotha dichhi bhulte parbena.

 

  •  নতুন পরিচয় করতে পছন্দ করি,

 

Notun porichoy korte pochondo kori,

 

  • কোনো প্রত্যাশা নেই তাই হতাশাও নেই,

 

Kono protyasha nei tai hotashao nei.

 

  • পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট নয়,

 

Prithibir kono kichui perfect noy.

 

  • শুরুটা সবসময়ই অগোছালো হয়,

 

Shuruta sob somoy agochalo hoy.

 

  •  যার শেষে ভালো তার সব ভালো,

 

Jar shes bhalo tar sob bhalo,

 

  •  আমি আমার নিজের উপর বেশি ভরসা করি,

 

Ami amar nijer upor beshi bhorosha kori.

 

  •  প্রতিভা কাজ করে, আর দক্ষতা সৃষ্টি করে,

 

Pritibha kaj kore amr dokkhota sristi kore.

 

  • কথা বলি কম, আনুভব করি বেশি,

 

Kotha boli kom onubhob kori beshi.

 

  • আমি কোনো সেলে সেলিব্রিটি না আমিই আমার তুলনা,

 

Ami kono celebrity na amei amar tulona.

 

  • সব কিছু মেনে নেই কারণ আমি সরল বোকা নই,

 

Sob kicu mene nei karon ami sorol boka na.

 

Bangla Latest WhatsApp Bio

 

  • নিজের কাছে আমি প্রতিজ্ঞা বদ্ধ জীবনের প্রতিটি লক্ষ্যে পৌছাতে যথাসাধ্য চেষ্টা করে যাবো,
    যাতে কোনো কিছুর জন্য নিজেকে দোষ না দিতে পারি,

 

Jiboner kache ami prtiggabodho jiboner protiti lokkhye pouchate jothasadhyo chesta kore jabo,
Jate kono kichur jonyo nijeke dosh na dite pari.

 

  • আমি নিজেকে অনেকটা প্রকাশ করে ফেলেছি যা আমার জীবনের প্রথম ভুল,

 

Ami nijeke onekta prokash kore felechi ja amar jiboner prothom bhul.

 

  • এটা ঠিক যে আমার পকেটে বেশি টাকা থাকেনা তবে হৃদয়টা অনেক বড়ো যা টাকার কাছে হার মানে,

 

Eta thik je amar pokete beshi taka thake na, tobe hridoyta onek boro ja takar kache har mane.

 

  •  কখনও কোন মায়া মততায় আবদ্ধ হতে চাই না, এই বেশ ভালো আছি,

 

Kokhono kono maya momotay abodhdho hote chaina, ei besh bhalo achi.

 

  •  সফলতা বা ব্যর্থতার বিচার আমি করিনা, সঠিক সিদ্ধান্ত স্থির করে এগিয়ে চলার নামই জীবন,

 

Sufolota ba byarthotar bichar ami korina, sothik sidhdhanto kore egiye cholar namei jibon.

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  Bengali Bio For Facebook WhatsApp Instagram Profile  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

বিপদ নিয়ে উক্তি ও স্ট্যাটাস

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো বিপদ নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

বিপদ নিয়ে উক্তি

বিপদ নিয়ে উক্তি ও বানী

  • আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (বিপদ হতে) নিষ্কৃতির পথ তৈরি করে দেন।
    — (সুরা : তালাক, আয়াত : ০২)

 

  • আপনার দুর্বলতাকে ও বিপদকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।
    – ড. বিলাল ফিলিপ্স

 

  • সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।
    — হযরত সুলাইমান (আঃ)

 

  • আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন।
    — (সহিহ বুখারিঃ ৫৬৪৫)

 

  • দুর্যোগ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে – বিপদে পড়লে আমাদের একসাথে দাঁড়াতে হবে।
    – পিনারাই বিজয়ন

 

  • সেই অল্পসংখ্যক লোকই এখন উন্মত্ত হওয়ার সাহস করে, সেই সময়ের প্রধান বিপদকে চিহ্নিত করে।
    – জন স্টুয়ার্ট মিল

 

  • এমন পৃথিবীতে যেখানে সবাই প্রকাশক, কেউ সম্পাদক নয়। আর সেই বিপদই আমরা আজ মোকাবেলা করছি।
    – স্কট পেলি

 

  • যদি আমি বিপদে পড়ি তবে এটি সাধারণত আমার দোষ এবং এটি থেকে নিজেকে বের করে আনা আমার দায়িত্ব।
    – কেট এডি

 

  • আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন বিপদ থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা।
    — মুফতি মুহাম্মদ শফী রহঃ

 

  • একজন সাহসী মানুষের চোখে রোদের মতো বিপদ উজ্জ্বল।
    – ইউরিপাইডস

 

  • সাহস যেমন জীবনের বিপদ, তেমনি ভয় ও এর সুরক্ষা।
    – লিওনার্দো দা ভিঞ্চি

 

  • বিপদ সংবেদন উত্তেজনাপূর্ণ। নতুন বিপদ খুঁজে বের করা চ্যালেঞ্জ।
    – আয়র্টন সেনা

 

  • আমি সবসময়ই প্রথম উত্তরদাতাদেরকে অচেনা নায়ক এবং খুব বিশেষ মানুষ হিসেবে দেখেছি কারণ, যখন অন্য সবাই বিপদ থেকে পালাচ্ছে, তখন তারা এতে ছুটে যায়।
    – ডোয়াইন জনসন

 

বিপদের স্ট্যাটাস – Bipoder Status

 

  • নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
    – ড. বিলাল ফিলিপ্স

 

  • বাহ্যিক বিপদ থেকে সুরক্ষা হচ্ছে জাতীয় আচার -আচরণের সবচেয়ে শক্তিশালী পরিচালক। এমনকি স্বাধীনতার প্রবল ভালোবাসাও কিছু সময়ের পরে তার নির্দেশনাগুলোকে পথ দেখাবে।
    – আলেকজান্ডার হ্যামিল্টন

 

  • পিছনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্যদের সামনে রাখা ভাল, বিশেষ করে যখন আপনি বিজয় উদযাপন করেন যখন সুন্দর কিছু ঘটে। বিপদ হলে আপনি সামনের সারিতে যান। তাহলে মানুষ আপনার নেতৃত্বের প্রশংসা করবে।
    – নেলসন ম্যান্ডেলা

 

  • অভিজ্ঞতার কথাই ধরুন, আমি সত্য কথা বলি: নিষ্ক্রিয়তা বিপদে সবচেয়ে নিরাপদ।
    – সিলিয়াস ইটালিকাস

 

  • বিদ্বেষ এবং প্রযুক্তির সমন্বয় মানবজাতির জন্য সবচেয়ে বড় বিপদ।
    – সাইমন উইসেন্থাল

 

  • সত্যিকারের বিপদ হল যখন স্বাধীনতা খর্ব করা হয়, সুবিধার্থে এবং অংশ দ্বারা।
    – এডমন্ড বার্ক

 

  • একজন মানুষের জীবনের প্রথম সময়কালে সবচেয়ে বড় বিপদ হল ঝুঁকি না নেওয়া।
    – সোরেন কিয়ার্কেগার্ড

 

  • সাহস অন্ধভাবে উপেক্ষা করা বিপদকে নয়, বরং এটি দেখার এবং এটিকে জয় করার মধ্যে রয়েছে।
    – জিন পল

 

  • যে খুব বেশিবার তার স্ত্রী এবং তার মানিব্যাগ প্রদর্শন করে সে দুজনকেই ধার করে নেওয়ার বিপদে পড়ে।
    – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

 

  • আসল বিপদ এই নয় যে কম্পিউটার পুরুষদের মত ভাবতে শুরু করবে, কিন্তু পুরুষরা কম্পিউটারের মত ভাবতে শুরু করবে।
    – সিডনি জে হ্যারিস

 

  • বিপদ যখন দরজায় জোরে আঘাত করছে না তখন জিনিসগুলিকে আবার মঞ্জুর করা শুরু করা মানুষের স্বভাব।
    – ডেভিড হ্যাকওয়ার্থ

 

  • আমি খুব কমই একজন রাজনীতিকের সাথে দেখা করি যা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এরা সাধারণত কমনীয়তা দ্বারা সমৃদ্ধ। এর মধ্যেই রয়েছে বিপদ।
    – পি জে ও’রুরকে

 

  • সাহস – বিপদের পরিমাপের একটি নিখুঁত সংবেদনশীলতা, এবং এটি সহ্য করার মানসিক ইচ্ছা।
    – উইলিয়াম টেকুমসেহ শেরম্যান

 

  • বিপদ এমন নয় যে পাছে রুটি আছে কিনা আত্মার সন্দেহ করা উচিত নয়, পাছে মিথ্যা বলে নিজেকে বোঝাতে হবে যে এটি ক্ষুধার্ত নয়।
    – সিমোন ওয়েইল

 

  • প্রকৃত মানুষ দুটি জিনিস চায়: বিপদ এবং খেলা। যে কারণে তিনি নারীকে সবচেয়ে বিপজ্জনক খেলার জিনিস হিসেবে চান।
    – ফ্রেডরিখ নিটশে

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় বিপদ নিয়ে উক্তি ও স্ট্যাটাস ক্যাপশন শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Lovely Status in Bangla

Lovely Status in Bangla – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Lovely Status Bangla ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

Lovely status bangla

শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই
দূর হতে আমি তাই তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই-
আমি চাঁদের মিষ্টি আলো পাই ।

 

  • Sudhu tumi acho tai, ami kotha khuje pai,
    Dur hote ami tai, tomay dekhe jai,
    tumi ektu hasho tai,
    Aami chander misty alo pai.

 

  • kichu somoy ase hariye jabar,
    abar kichu somoy ase khuje niye dhore rakhbar,
    kokhono somoy ase buje nebar, bujiye debar,
    kichu somoy ase somoyke kaje lagabar !

 

কিছু সময় আসে হারিয়ে যাবার
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখবার
কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার ।

 

  • চাঁদকে বলে একটু আলো দিতে পারি তোমায়
    সেই আলোতে দেখে নিও পরান ভরে আমায়
    বাতাস হয়ে উড়িয়ে নেবো মেঘেরই উপরে
    সন্ধ্যা হলে পৌঁছে দেবো তোমার আপন ঘরে ।

 

cadke bole ektu alo dite pari tomay,
sei alote dekhe nio poran vore amay,
batas hoye uriye nebo megheri upore,
sondha hole pouche debo tomar apon ghore.

 

 

  • Hajar Tara chaina ami, ekta chad chai,
    Hajar ful chaina ami, ekti golap chai.
    Hajar jonom chai na ami, ekta jonom chai,
    Sei jonome jeno shudhu tomay ami phai !

 

  • হাজার তাঁরা চাই না আমি, একটা চাঁদ চাই
    হাজার ফুল চাই না আমি, একটি গোলাপ চাই
    হাজার জনম চাই না আমি, একটা জনম চাই-
    সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই ।

 

megher hate ekti chithi pathiye dilam aj,
bondhu achi onek dure hate onek kaj,
bristy tumi ekti bar janiye dio take,
bondhu tomar pasei achi, hajar kajer fake,

 

মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে-
বন্ধু তোমার পাসেই আছি, হাজার কাজের ফাকে ।

 

 

  • তুমি আমার রঙ্গিন স্বপ্ন, শিল্পির রঙে ছবি
    তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি
    তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল
    তুমি আমার ভালোবাসার শেউলি বকুল ফুল ।

 

Tumi amar rongin shpno, shilpir ronge chobi.
Tumi amar chader alo, sokal belar robi.
Tumi amar nodir maje ekti matro kul.
Tumi amar valobashar sheuli bokul full.

 

 

  • tomay jodi na pai ei jiboner tore ,
    ei jibon jabe mor adhare adhare,
    alo tumi mor noyoner maje,
    ontorer manush tumi ei premer duniyate,
    asha tumi mor jiboner tore,
    valobashar ghor banabo tomar moner maje.

 

তোমায় যদি না পাই আমি এই জীবনের তরে
এই জীবন যাবে মোর আধারে আধারে
আলো তুমি মোর নয়নের মাঝে
অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে
আশা তুমি মোর জীবনের তরে
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে ।

 

 

Bengali valobashar message

Tomar jonno megh gulo veshe jacche akashe,
Tomar jonno sopno ghuri urche vese batashe,
Tomar jonno ache amar buk vora valobsha,
Ei kotha jane sudhu amar bidhata.

 

  1. তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে
    তোমার জন্য স্বপ্ন ঘুড়ি উড়ছে ভেসে বাতাসে
    তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা
    এই কথা জানে শুধু আমার বিধাতা ।

 

  • jibonta dhoro sagor, amar ridoy tar teer.
    bondhu holo sagorer dheu. tomar sagore onek dheu thkte pare,
    tobe bepar holo sobgulo dheu ki teer sporsho korte pare ?

 

জীবনটা ধর সাগর আমার হৃদয় তার তীর
বন্ধু হলো সাগরের ঢেউ, তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে,
তবে বেপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে ?

 

  • Fuler proyojon surjer alo,
    vorer proyojon shishir,
    ar amar proyojon tumi,
    ami tomake valobashi.

 

  • ফুলের প্রয়োজন সূর্যের আলো
    ভোরের প্রয়োজন শিশির
    আর আমার প্রয়োজন তুমি
    আমি তোমাকে ভালোবাসি ।

 

  • Janina valobasar alada alada niyom ache kina,
    tobe ami kon niyome tomake valo besechi tao janina.
    shudhu eituku jani ami tomake onek onek valobashi.

 

  • জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা
    তবে আমি কোন নিয়মে তোমাকে ভালবাসেছি তাও জানিনা
    শুধু এইতুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ।

 

  • Din jay din ase, somoyer srote vese,
    Keu kade keu hashe, tate ki jay ashe ,
    khuje dekhio ashe pashe,
    Keu tomay tar jiboner cheye beshi valobashe.

 

দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভেসে
কেউ কাঁদে কাউ হাঁসে তাতে কি যায় আসে
খুঁজে দেখো আসে পাশে-
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশী ভালোবাসে ।

 

  • Dukkho ache mone mone,
    bolbo ami kar shone,
    shunar moto manush nai,
    tai nijer kosto nijei pai,
    jedin pabo tar dekha,
    bolbo amar moner sob kotha,….

 

দুঃখ আছে মনে মনে
বলবো আমি কার সনে
শোনার মত মানুষ নাই
তাই নিজের কষ্ট নিজেই পাই
যেদিন পাবো তার দেখা
বলবো আমার মনের সব কথা ।

 

  • Ami holam akash, kosto amar megh.
    Joshna amar abeg, bristy amar kanna,.
    rod amar hashi, ki korle bujhbe……
    bondhu tomay ami koto valobashi ?

 

আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ
জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না
রোদ আমার হাসি, কি করলে বুঝবে —
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি ?

 

  • Tumi bristy vejha paye samne ele mone hoy,
    akasher buke jeno jol chobi eke jay !
    Tumi Hashle bujhi mone hoy,
    Shopno akashe pakhi dana mele dey….

 

তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়
তুমি হাসলে বুঝি মনে হয়
স্বপ্ন আকাশ পাখি ডানা মেলে দেয় ।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Lovely Status in Bangla শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন।

1 2 3 10