Archive

Category Archives for "Uncategorized"

Unleashing Creativity: AffPilot – Your Gateway to Elevated Content Creation

In the ever-evolving landscape of content creation, the pursuit of a tool that not only corrects but enhances the very essence of your writing is akin to stumbling upon a hidden treasure. Welcome to the dawn of a new era in content creation with AffPilot – a revolutionary platform designed to metamorphose the way you craft exceptional written content across a myriad of genres and purposes. Let’s delve into the reasons why AffPilot is set to redefine the realm of content creation.

 

affpilot

 

Advanced Features for Superior Content

AffPilot transcends the boundaries of conventional writing tools, emerging as a powerhouse equipped with advanced features that harness the cutting edge of natural language processing and machine learning. It goes beyond the rudimentary task of corrections; it provides intelligent suggestions, refines grammar, and enhances style to catapult your content into a realm of unparalleled excellence. Bid farewell to mediocrity; AffPilot is here to elevate your writing game.

 

 Intelligent Suggestions for Creative Sparks

Say goodbye to the stifling grasp of writer’s block! AffPilot assumes the role of your writing companion, understanding your unique voice and effortlessly igniting creative sparks. Through intelligent suggestions, it becomes the catalyst for a continuous flow of creativity, ensuring that your content is not only engaging but a true reflection of your individuality.

 

Polished Grammar and Style

No more sleepless nights over grammatical nuances or stylistic inconsistencies. AffPilot operates in real-time, seamlessly correcting grammar and style issues. It becomes your guardian of professionalism, ensuring your content is not only captivating but adheres to the highest standards. With AffPilot, confidently produce polished and error-free content every time.

 

Contextually Relevant Text on Demand

Crafting content that resonates with your audience is an art, and AffPilot is your well-kept secret. Beyond mere corrections, it crafts seamlessly coherent and contextually relevant text based on your input. Tailor your content to speak directly to your audience, and watch engagement soar to new heights.

 

 Streamlined and Efficient Content Creation

AffPilot transcends the role of a mere writing assistant; it becomes your indispensable content creation companion. Witness a streamlined process that saves time and effort, delivering high-quality output across diverse writing needs. Whether you’re a seasoned blogger, marketer, or creative professional, AffPilot ensures efficiency and excellence in every piece of content you produce.

 

 Ready to Transform Your Writing Experience? Try AffPilot Today!

 

Embark on a journey into the future of content creation with AffPilot. Take the leap and unlock unparalleled efficiency, creativity, and excellence in your writing endeavors. Whether you’re a seasoned professional or a novice in the field, AffPilot stands as your key to a seamless and impactful content creation journey. Embrace the future of writing – embrace AffPilot. Your words deserve nothing less than the brilliance that AffPilot brings to the table. Embrace the future of writing – embrace AffPilot.

You can signup by link below: https://app.affpilot.com/signup/9vpoEHhV

Amar Mohammader Namer Dheyan [ আমার মোহাম্মদের নামের ধেয়ান ] – Kazi Nazrul Islam

আমার মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।
খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।।
ঐ নামে যে ডুবে আছে
নাই দুখ-শোক তাহার কাছে
ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়।।
যে খোশ-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে’
জেনেছে সে কোরআন-হাদিস-ফেকা এক নিমেষে।
মোর নবীজীর বর-মালা,
করেছে যার হৃদয় আলা
বেহেশতের সে আশ রাখে না, তার নাই দোজখে ভয়।।

Ami Jaimu O Jaimu Allar Songe [ আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে ] – Hason Raja

আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে
হাছন রাজা আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে ।

 

আল্লাহ রূপ দেইখা হাছন হইয়াছে ফানা ,
নাচিয়া নাচিয়া হাছন গাইতে আছে গানা ।

 

আল্লাহ রূপ আল্লাহ রং আল্লাহ র ছবি ।।
নূরের বদন আল্লাহর কি কব তার খুবি ।
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে

 

হাছন রাজা দিলের চোখে আল্লাহ রে দেখিয়া ।।
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতাল হইয়া ।
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে

জুলুম নিয়ে উক্তি – Bangla Quote

জুলুম নিয়ে উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো জুলুম নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

জুলুম নিয়ে উক্তি

 

  • জুলুম ও অত্যাচারী মানুষদের কিয়ামতের দিন অন্ধ করে দেওয়া হবে।  –  সংগৃহীত
  • শ্রেষ্ঠ নেতা হলেন তারাই যারা অত্যাচারী নন, তারা তাদের প্রজাদের ভুল ধরে দিয়ে তাদের আরেকটা সুযোগ দেয়, তাদের উপর অত্যাচার করেনা।  –  মিস উইলিয়াম
  • প্রতিটি মানুষের ভেতরের এক অত্যাচারী স্বভাব রয়েছে, তা নির্দিষ্ট সময়ে বেড়িয়ে আসে।  –  ডাকোটা ইয়াং
  • পশুরাও মানুষের কষ্ট বোঝে এবং অনেকসময় মানুষের উপর আক্রমণ করা থেকে বিরত থাকে, অত্যাচারীরা তার থেকেও অধম।  –  রবার্ট এ স্ক্লার
  • তোমার বিদ্যাই তোমাকে অত্যাবারীত করতে পারে আবার অত্য্যাচারীর অত্যাচার থেকে বাঁচাতে পারে, তাই সময় থেকতে এর সঠিক ব্যাবহার শিখে নাও।  –  বার্ট্রান্ড রাসেল
  • একজন অত্যাচারীর পরিণাম যে কতটা ভয়াবহ সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও নেই।  –  জণ মিল্টন
  • যে অত্যাচারী ধর্মের দোহাই দিয়ে মানুষের উপর অত্যাচার করে সে সবথেকে বড় বিধর্মী।  –  হুমায়ুন আজাদ
  • অত্যাচারী মানুষদের পদচিহ্নও আমি স্পর্শ করতে চাইনা, কারণ তারা জঘন্য।  –  রিমারক জাকভিচ
  • অন্যের উপর অত্যাচার করে যে অত্যাচারী শান্তি পায় তার অন্তর মানুষের নয়।  –  হেনরি ফোর্ড
  • অত্যাচারীদের অত্যাচারীত হওয়ার ঘটনা দেখে একদিন সাধারণ জনতা হাসবে, সেদিন অবশ্যই আসবে এবং তা বেশি দূরে নয়।  –  স্টিভ জবস
  • মানুষদের উপর অত্যাচারীদের অত্যাচার করার পূর্বে ভাবা উচিৎ যে তারা উভয়ই মানুষ, উভয়ের দেহের অভ্যন্তরে একই রক্ত-মাংস রয়েছে।  –  লারো কোপারতো

 

আরো দেখুন-   অত্যাচারী নিয়ে উক্তি

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় জুলুম নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে – সুবোধ সরকার

হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত,
এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে
আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে

 

আপনারা বলতে পারেন, আমি কি দোষ করেছি ?
পৃথিবীর যে কোন দেশের
যে কোন একটি মেয়ের মতো আমি একজনকে
ভালবেসেছিলাম ।
প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার
আমি জানতাম না ও কে
বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল
ওর চুলে, তার কোথাও লেখা ছিল ওর ধর্ম ।

 

হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত
আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ?

আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম
আমি যেদিন বলে ফেললাম, আমি শরিয়ৎ মানি না
আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে
মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ
সেদিন থেকেই শুরু হল অত্যাচার ।

 

হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত
আপনারা বলতে পারেন, আমি কি দোষ করেছি
ছেলেটাতো আপনাদের
সে কি দোষ করল ?
আমাকে ভালবাসাই তার দোষ ?

 

ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন
পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন
ওকে হাতে মেরে, ভাতে মেরে
বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন,
‘এসব চলবে না।’

 

লজ্জা করে না আপনাদের, আপনারা এগিয়ে থাকা মানুষ
এম এ পাশ, বি এ পাশ, ডাক্তার, এঞ্জিনিয়র
আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন
আর প্রয়োজন মতো
গণতন্ত্রের টুঁটি টিপে ধরেন ।
ধিক আপনাদের !

 

আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল
. কাটিনি ?
আমি কি স্কুলের বারান্দায় বসে
রাত জেগে আলপনা দিইনি ?
আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ?
ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ
. শেখাইনি ?
আমি আরবি শিখিনি, ফারসি শিখিনি, উর্দু শিখিনি
বাংলাই আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি
আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর ।
এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে
আমার চোখের জল ।

আমরা যেদিন বিয়ে করি
সেদিন কফিহাউস গিয়েছিলাম, ও সেদিন
আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল
হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন
ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য
তুমি আমার সুচরিতা ।

 

সেদিন রাত্রে কি হয়েছিল জানি না
কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি
. করেছিল ওদের
বাবাকাকা – সেটা আজও আমি জানি না
কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি
ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি ।

 

এই আপনাদের ভারতবর্ষ ?
এই আমাদের ভারতবর্ষ ?

আমি একজন সাধারণ মেয়ে
অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে
বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস
ডাক্তারের কাছে যাই – ফিসফাস
কলেজে ঢুকি – ফিসফাস
বাজারে যাই – ফিসফাস
যে হাউসিং –এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ।
ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়
ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক-একটা সুপ্ত গুজরাট ।
যদি আপনাদের হৃদয়
বড় না করেন
আকাশের দিকে আপনারা যদি না তাকান
এই পোড়া দেশে আরও, আরও, আরও
অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে ।

খোলা চুল নিয়ে ক্যাপশন

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো খোলা চুল নিয়ে ক্যাপশন ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

খোলা চুল নিয়ে ক্যাপশন

 

হারানোর জন্য তোমার খোলা চুল এবং চোখের কাজল যথেষ্ট

 

কোনো এক পড়ন্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে
রেশমি কালো চুলের ঢেউ মুগ্ধ করে আমাকে

 

“খুলে দাও তুমি এই চুলের বাঁধন
অবাধ্য হয়ে না হয় সে বাতাসেই উড়ুক “।

 

 

খোলা চুল তুমি বলে দাও
কেনো মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়”।

 

 

“ইচ্ছে হয় হাড়িয়ে যাই
ওই খোলা চুলের গভীরতায়”।

 

আমি আমার মুখমন্ডলে সতেজ বাতাসের অনুভূতি এবং আমার চুল দিয়ে বাতাস বয়ে যাওয়াকে ভালোবাসি।
– ইভেল নিভেল

 

চুল হলো মেয়েদের সবচেয়ে দামী অলঙ্কার।
– মার্টিন লুথার

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  খোলা চুল নিয়ে ক্যাপশন, বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

কাদানো নিয়ে উক্তি- কাদানো কথা

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো কাদানো নিয়ে উক্তি  ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

কাদানো নিয়ে উক্তি  এস এম এস

 

বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনি
যাবে হারিয়ে? কি করে বলোরবো একলা?
ফিরে দেখো আছি দাঁড়িয়ে।কেন হঠাৎ
তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানে টার য়ে যায় অজানা।

 

আমি চাইলেই তোমার জীবন কে দুখের
সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে
ভালোবাসি বলে সেটা পারিনি কিন্তু তুমি
পেরেছো কারণ তুমি তো আমাকে কখনো ভালোবাসনি

 

জীবন থেকে যদি ফেলে আসা দিন গুলো মুছে
ফেলা যেতো তাহলে তোমার জন্যে আর
কস্ট পেতে হতো না আমি তোমাকে
ছারাই সুখী হতে পারতাম

 

 

পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট
পাওয়ার জন্য জন্ম নেয়। টাকা পয়সার
কষ্টনা, মানসিক কষ্ট।।সময়ের সাথে সাথে
কাউকে ধরে রাখা যায়না।কেউ থাকেনা, কথা রাখেনি।

 

পাগলি তুই ফিরে আয়, আজো আছি তোর
অপেক্ষায়।নিরবে দাঁড়িয়ে ঐ দূরে খোঁজে
ফিরি শুধুই তোকে।দিশাহারা আজ এই
মাতাল হাওয়া, বইছে মোর বুকে।তবু তোর
জন্য এ হৃদয়, অষ্ট প্রদীপ জ্বেলে রেখেছে।
ফিরে তুইনা এলে, অষ্ট প্রদীপ যে যাবে নিভে।

 

এক ফোটা চোখের জল ঝরার চেয়ে এক
ফোটা রক্ত ঝরা অনেক ভালো।কারন, এক
ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে
আর এক ফোটা চোখের জল পুরো
হৃদয় ছিড়ে বের হয়।

 

স্বপ্ন ছিলো রাশি রাশি মিত্যা ভালোবাসা।
তাই তো জানি তোমার জন্য চোখের জলে
বাসা এতো ভালোবাসি তোরে বাসলিনা কেন বল।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কাদানো নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

মেঘ নিয়ে ক্যাপশন – Megh Niye Caption

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো মেঘ নিয়ে ক্যাপশন। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Megh Niye Caption

  • আকাশ টা কিন্তু সব সময় আর মেঘলা থাকে না, কারণ কোন এক সময় রৌদ্রোজ্জ্বল অনিবার্য ।

 

  • ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে
    তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।

 

  • ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷

 

  • কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই
    সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷

 

  • অভিমানী মেঘ, টুকরো আবেগ,
    বিকেলবেলায় আঁকছি তোমায়
    গল্পগুলো সাথী হলো
    হলদে স্মৃতির অবাধ্যতায়।

 

  • আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা

 

  • এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
    কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!

 

  • একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে
    একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে
    যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে
    সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷

 

  • আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ
    আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন
    তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।

 

  • ক্লান্ত পায়ে হেঁটে এসে দাঁড়াই ছাদের রেলিং এ
    উড়ে যায় মেঘ, ছোঁয়না আমায়
    ঝড়ে পরে না বৃষ্টি হয়েও, আমাতে বোধহয় মেঘ বৃষ্টিরও অরুচি।

 

  • দূর দিগন্তে চেয়ে আছি
    নীল আকাশের পানে
    মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
    আমার এই ক্লান্ত গায়ে।

 

  • শান্তির পরশ নিয়ে আসে যে বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ
    সেই একই মেঘই কি অমন ভয়ানক গর্জন করে!

 

  • তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি
    একদিন এসে আঁচল পেতে দিও, তুলোর মেঘ বিলিয়ে দেব তোমায়।

 

  • চিন্তার কালো মেঘ যতই ঘনিয়ে আসবে মনের আকাশ জুড়ে
    বুঝে নিও, সেই বৃষ্টির পরশ নেই বেশি দূরে।

 

  •  চেনা গলিপথে হয় না দেখা আর
    মেঘের এখন অন্য পাড়ায় ঘর
    চাতক আজও বৃষ্টি ভালোবাসে
    রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর

 

  • দূর দিগন্তে চেয়ে আছি
    নীল আকাশের পানে
    মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
    আমার এই ক্লান্ত গায়ে।

 

  • অল্প মেঘ এনে দিও,
    বৃষ্টির হাতে ধরা পরার আগে
    অল্প ভালোবাসা রেখে দিও
    তোমার হাত থেকে হারানোর আগে।

 

  • আকাশে মেঘ করলে আমরা বুঝতে পারি বৃষ্টি আসবে,কিন্তু অনেক সময় মেঘ তেমন দেখা না গেলেও বৃষ্টি এসে যায়, তাই আমাদের সবমসময়ই ছাতা নিয়ে বেরোনো উচিত। ঠিক এমনি আমাদের জীবন, কখন যে কীভাবে জীবনে দুঃখের বৃষ্টি এসে পড়ে আমরা জানতে পারি না। তাই সবসময়েই আমাদের মনটাকে একটু শক্ত রাখা উচিত আর সহজে নিজেকে আবেগে ভাসান ঠিক না।

 

  • ঝাপসা কুয়াশার চাদরে ঢাকা কিছু রাত্রিদিন
    অজান্তেই মন খারাপের সুর, মেঘও সঙ্গীহীন।

 

  • তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ
    আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। -( রুদ্র গোস্বামী)

 

  • মাঝে মাঝে আমার মন খারাপের মেঘলা আকাশে
    চাঁদের আলোর মতো একটু ভালোবাসা নিয়ে আসতে কি পারো না!

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় মেঘ নিয়ে ক্যাপশন – Megh Niye Caption  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Maa Shayari Bengali

আজকে আমরা আপনাদের জন্যMaa Shayari Bengali  নিয়ে কিছু Shayari  শেয়ার করবো আশাকরি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার কাছের মানুষদেরে সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

Maa shayari Bengali Text

 

মায়ের গায়ে একটা গন্ধ থাকে ,ঘামে ভেজা
হোক কিংবা কোনো সুগন্ধির হোক ;
সুনির্দিষ্ট একটা ঘ্রাণ।
শুধু সন্তানরাই সে গন্ধ পায়।”

 

 

“ছেলেবেলায় আমায় যখন গান গেয়ে মা ঘুম পারতো , মায়ের দুটি চোখের পাতা জলে তখন কে ভেজাতো ?
কি কারণে কাঁদে যে মা, বুঝিনিতো !

 

 

“মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদই জীবনের শ্রেষ্ঠ সম্পদ, জ্ঞানে বা অজ্ঞানে কখনো যদি তাকে অবহেলা করে থাকো, তবুও ক্ষমাসুন্দর মা ই এ জীবনে সবচেয়ে আপন।”

 

Read Also –

Happy Mothers Day SMS Bangla

 

 

“একটা আঙুলের ছোয়ায় সব বাধা পার
এক আঁচলের পালিশ সারা পৃথিবী পরিষ্কার
খেয়েছিস? এত দেরি কেন হল?
খবর কে নেবে আর ?”

 

 

“মায়ের হাতের শুকনো মুড়ি
হার মানে পোলাও লুচি
তোমার পায়ের ধুলো মাগো
ধুলো নয়তো হীরের কুচি “

 

 

“মা গো তোমার ডাকে দেব সারা
তাইতো আমি জাগি
মাগো আমি জানি তুমি তন্দ্রা হারা
জাগো আমার লাগি
তাইতো আমি জাগি। “

 

 

উল্টো ঘুড়ি – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার
বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

 

সহজেই আমি ভালোবেসে ফেলি,
সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

 

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-
সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

 

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-
চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন
বেদনার বেনোজলে…

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?

1 2 3 8