ড. বিলাল ফিলিপ্স এর জনপ্রিয় উক্তি

ইসলামিক স্কলার ড. বিলাল ফিলিপ্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজ হতে প্রকাশিত শিক্ষামূলক জনপ্রিয় ইসলামিক উক্তি নিম্নে আপনাদের জন্য উল্লেখ করা হলো –

ড. বিলাল ফিলিপ্স এর সেরা ১০ টি উক্তি

০১। ‘আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।’

 

০২। ‘এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।’

 

০৩। ‘আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা’আলাকেই ভুলে গেছেন।’

 

০৪। ‘আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।’

 

০৫। ‘ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।’

 

০৬।’সত্যিকার বন্ধুরাই জান্নাতে (একে অপরের) প্রতিবেশী হতে চায়।’

 

০৭। ‘আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ ততোবেশি সহজ হবে।’

 

০৮। ‘আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়।’

 

০৯।’মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।’

 

১০। ‘এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেননা।’

আরো দেখুন –

আর্তুগুল গাজীর উক্তি

ইসলামিক উক্তি

ড. বিলাল ফিলিপ্স এর বানী

০১। ‘যে আল্লাহ্ রাতের পর দিনকে আনতে পারেন সে আল্লাহ্ অবশ্যই আপনার দুঃখের পর সুখ দিতে পারেন । তাই সর্বঅবস্থায় আল্লাহর উপর ভরসা করুন ।’

 

০২।’একমাত্র সম্পর্ক যা কখনো আপনাকে ব্যথিত করবে না তা হলো আপনার সৃষ্টিকর্তার (আল্লাহর) সাথে সম্পর্ক । তাই এটাকে মজবুত করতে সর্বোচ্চ চেষ্টা করুন ।’

 

০৩। ‘আপনি যদি আপনার চারপাশটাকে ইসলামিক দেখতে চান, তাহলে এখনি নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা শুরু করুন । অন্যথায় আপনার এই ইচ্ছা মূল্যহীন ।’

 

০৪। ‘ইসলাম কোন মানুষের সৃষ্ট ধর্ম নয়, তাই কেউ চাইলেই ইসলামকে থামিয়ে দিতে পারে না । বরং ইসলামকে দ্বীন হিসেবে মানুষের জন্য আল্লাহ্ তা’আলাই মনোনীত করেছেন এবং তা আল্লাহর কাছেই ফিরে যাবে । তাই মুসলিমদের হতাশ হবার কিছু নেই ।’

 

০৫।’যদি আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকেন তবে আপনি ISIS এর সহজ শিকার হতে পারেন!’

 

০৬/ ‘সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন।’

 

০৭/ ‘এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।’

 

০৮/ ‘যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।’

 

০৯/ ‘যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।’

 

১০/ ‘নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন । কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।’

 

ড. বিলাল ফিলিপ্স এর উপদেশ

০১/ ‘যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোন প্রশ্নই আসে না । প্রয়োজন শুধু সত্যকে মেনে নেয়ার সৎসাহস।’

 

০২/ ‘যেখানে রসূলুল্লাহ্ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই-একবার করছিতো?’

 

০৩/ ‘যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না।’

 

০৪/ ‘সত্যিকার সফল তখনই হবেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।’

 

০৫/আল্লাহর উপর বিশ্বাস রাখুন । সবকিছুই কারণবশত ঘটে থাকে । একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিলো।’

 

০৬/ ‘কোন হারাম সম্পর্কের মাধ্যমে কাউকে নিজের জন্য হালাল করার দুঃসাহস কখনোই দেখাবেন না । কারণ আগামীকালের নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না ।’

 

০৭/ ‘আপনি যেমনিভাবে এক বিষয়ের প্রস্তুতি নিয়ে অন্য বিষয়ের পরীক্ষা দিতে পারেন না, তেমনিভাবে আপনি জাহান্নামের দিকে চলতে থেকে জান্নাতের খোঁজ পেতে পারেন না ।’

 

০৮/ ‘মানুষ আপনার ভালো কাজগুলো ভুলে গিয়ে খারাপ কাজগুলোর সমালোচনা করে, আর আল্লাহ সুবহানওয়া তা’আলা আপনার ভালো কাজগুলো গ্রহণ করে খারাপ কাজগুলো ক্ষমা করেন ।’

 

০৯/ ‘আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না । তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন ।’

 

১০/ ‘আপনি যদি কাউকে পছন্দ করেন তাঁর জন্য দু’আ করুন, আবার যদি কাউকে অপছন্দ করেন তার জন্যও দু’আ করুন । কারণ দু’আ সবার জন্য এবং সবকিছুই পরিবর্তন করে দিতে পারে ।’

 

 আল্লাহ সম্পর্কিত ড. বিলাল ফিলিপ্স উক্তি

 

০১/ ‘আল্লাহ্ যদি আপনাকে বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে একটু বেশিই পরীক্ষায় ফেলবেন । তাই ধৈর্যের সাথে আল্লাহর প্রশংসা করুন …. ।’

 

০২/ ‘আল্লাহ্ তা’আলা যদি আপনার জন্য কিছু বরাদ্দ করে রাখেন তা আপনি অবশ্যই পাবেন । সময় কিংবা পথের ভিন্নতা হতে পারে, তবে আপনার যা ছিলো তা থাকবেই । প্রয়োজন শুধু আল্লাহর উপর ভরসা ।’

 

০৩/ ‘কোন কিছু আপনার ইচ্ছানুযায়ী হচ্ছে না মানে আল্লাহ্ সুবহানহুয়া আপনাকে শুনছেন না এমনটা নয় । বরং তিনি আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দিয়ে যাচ্ছেন । তাই এরকম পরিস্থিতিতে সবসময় ধৈর্যধারণ করুন ।’

 

০৪/ ‘আপনি যা ভাবছেন, যা করছেন সবই এক উঁচুমানের মাধ্যমে রেকর্ড হচ্ছে এবং একদিন তা আপনার সামনেই উপস্থাপন করা হবে । তাহলে কি করে সেদিন আপনি নিজের মন্দকাজগুলোর জবাব দিবেন ? এখনি ঘুরে দাঁড়ান, আল্লাহর নিকট তাওবাহ্ করুন, এবং আল্লাহর পথে ফিরে আসুন ।’

 

০৫/ ‘আল্লাহ্ আপনার প্রতিটা চাওয়াই পূরণ করে থাকেন । আর তা সবসময় আপনার জন্য হ্যাঁ না হলেও উত্তম হয়ে থাকে ।’

 

০৬/ ‘যখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দূরে চলে যাবে তখন মনে রাখবেন আপনার পাশে আল্লাহ্ রয়েছেন । তাই আল্লাহর উপর ভরসা রেখে সামনে চলুন ।’

 

০৭/প্রত্যেকের অন্তরেই কিছু ব্যথা থাকে । তবে যারা আল্লাহর উপর ভরসা করে তারাই আরোগ্য লাভ করে ৷’

 

০৮/ ‘আপনি যতোই আল্লাহর আনুগত্য করবেন, আপনি ততোই সুখের সন্ধান পাবেন ৷’

 

০৯/ ‘আপনার যে কোন অর্জনে আল্লাহর প্রশংসা করুন । কারণ আল্লাহর দয়া ব্যতীত তা কখনো সম্ভব হতো না ।’

 

১০/ ‘আমরা অনেক সময় ধরে কোন মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি যে কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।’

 

উপরে আমরা ড. বিলাল ফিলিপ্স এর জনপ্রিয় উক্তি সমূহ আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করেছি।আশাকরি আপনাদের কে অনেক অনুপ্রাণিত করবে।

Bangla Quote