জান্নাত বা বেহেশত নিয়ে উক্তি

জান্নাত বা বেহেশত নিয়ে উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো জান্নাত বা বেহেশত নিয়ে উক্তি  ক্যাপশন  ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

জান্নাত বা বেহেশত নিয়ে বানী

 

▶️জান্নাতে আল্লাহকে দেখা। এটাই সাফল্যের চরম সংজ্ঞা।-আসাদ মিয়া

▶️জান্নাত তওবাকারী পাপীদের জন্য তৈরি করা হয়েছে।-সংগৃহীত

▶️জীবন ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরকালের। -সংগৃহীত

▶️এমন একজন জীবনসঙ্গী খুঁজুন যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। -সংগৃহীত

▶️রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। -আল বুখারীঃ ১৮৯৮

▶️জান্নাত ছাড়া অন্য কিছুর কাছে নিজের বিবেক বিক্রি করো না। -সংগৃহীত

▶️যার শেষ কথা “লা ইলাহা ইল্লাল্লাহ” হবে, সে জান্নাতে প্রবেশ করবে। -আবু দাঊদ

▶️জান্নাত ছাড়া অন্য কিছুর পেছনে তাড়া করার জন্য জীবন খুব ছোট। -বুনা মোহাম্মদ

▶️স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকলে সে স্ত্রী মারা যাবার পরে জান্নাতে প্রবেশ করবে। -ইবনে মাজাহ

▶️যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারা অনন্তকাল সেখানে থাকবে। -সূরা মুমিনুনঃ১১

▶️সত্যিকারের ভালবাসা হলো একে অপরকে জান্নাত লাভে সাহায্য করা। -সংগৃহীত

▶️দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। -হযরত মুহাম্মদ (সাঃ)

▶️জান্নাতে না পৌঁছা পর্যন্ত নিজেকে নিয়ে অহংকার করো না। -সংগৃহীত

▶️আপনার বাবা মা বেচে থাকলে তাদের সেবা করে জান্নাত অর্জন করে নিন। -নোমান আলী খান

▶️জান্নাত এমন একটা জায়গা যেখানে দুঃখ-কষ্ট বলতে কিছু নেই যা চিরস্থায়ী সুখের জায়গা। -সংগৃহীত

▶️একজন মুমিন বান্দার জন্য জান্নাত ব্যতীত আমার আর কোন প্রতিদান নেই। -আল-বুখারী

▶️যার অন্তরে সরিষার দানার পরিমাণও অহংকার আছে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। -তিরমিজীঃ১৯৯৮

▶️যে ব্যক্তি দুটি শীতল সালাত (আসর ও ফজর) পড়বে সে জান্নাতে যাবে। -সহীহ আল-বুখারী

▶️যখন আপনার মা আপনাকে ডাকে তখন কল্পনা করুন জান্নাত আপনাকে ডাকছে। -সংগৃহীত

▶️যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। -আবু হুরায়রা (রাঃ)

▶️যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায়, জান্নাত বলেঃ হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। -তিরমিযীঃ২৫৭২

▶️যে ব্যক্তি দিনে ও রাতে ১২ রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। -সুনানে নাসায়ী

▶️যারা অভাবগ্রস্তদের যত্ন নেয় তাদের নবী (সাঃ) এতটাই পছন্দ করেন যে তিনি জান্নাতে তাদের সঙ্গী হবেন। -সংগৃহীত

▶️প্রকৃতপক্ষে, সত্যবাদিতা ধার্মিকতার দিকে নিয়ে যায় এবং ন্যায়পরায়ণতা জান্নাতের দিকে নিয়ে যায়। -সহীহ আল-বুখারী

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় জান্নাত বা বেহেশত নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote