কদম ফুল নিয়ে ক্যাপশন

কদম ফুল নিয়ে ক্যাপশন – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো কদম ফুল নিয়ে ক্যাপশন ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

কদম ফুল নিয়ে  বানী

প্রিয়, দেখা হলে আমার হাতে ধরিয়ে দিয়ো এক গুচ্ছ কদম।

 সবুজ পাতার মাঝে হলুদ রঙের ফুল, কদম, আহা! এ যেন সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

 

 আমি চাই, শুধু বর্ষাকালেই নয়, প্রতিটি ঋতুতেই বৃক্ষ উজার করে হাজারো কদম ফুল ফুটুক।

 

 গোলাপ নয়, শাপলা নয়, আমি চাই কদম, শুধু কদম।

 

কদমগুলোকে সব গাছেই থাকতে দাও। ছিঁড়ে ফেলো না। এতেই কদমের সৌন্দর্য অটুট থাকবে।

 

এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে।

 

 

আজি ঝর ঝর মুখর বাদল দিনে, কদমের সুরভে মোহিত আপন মন। ডুবে আছি তার সুঘ্রাণে।

 

 এলো বরষা, প্রকৃতি পেলো প্রাণ, আর উপহার হিসেবে দিয়ে গেলো এক গুচ্ছ কদম।

এক গুচ্ছ কদম হাতে দাঁড়ানো তুমি আমার বড্ড প্রিয়।

 

কদমের বৃষ্টিতে ভিজতে চাই তুমি-আমি, মোরা দু’জন।

 

কদম বড়ই অপূর্ব সৃষ্টি, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়!

 

 ওহে কদম খেকো, তুমি কখনো আমার হবে নাকো!

 

 কদমের এক যাদুকরী শক্তি আছে যা দ্বারা সে তার নিজের শত্রুদেরও কাছে টেনে নিতে পারে।

 

 বৃষ্টিস্নাত রাতে কদম হাতে দাঁড়িয়ে তোমারই অপেক্ষায় আমি! কখন আসবে তুমি?

 

আমাকে পেতে চাও? তাহলে তোমায় কদমকে ভালোবাসতে হবে। যে কদমকে ভালোবাসে না, সে কখনো আমায় পাবে না।

 

কদম ফুল নিয়ে স্ট্যাটাস 

 

 কার এতবড় সাধ্যি আছে যে, কদমকে দূরে ঠেলে দিতে পারে! যে দূরে ঠেলে দেয়, সে তো পাপী, মহাপাপী।

 

আমি আর কিচ্ছু চাই না এক গুচ্ছ কদম ছাড়া। আমার চাওয়া-পাওয়ার সকল কিছু জুড়েই শুধু কদম বিরাজমান।

 

অভিমান ভাঙানোর দারুণ উপশম- কদম।

 

কদমকে পায়ে দলো না। কারও কারও কাছে তা স্বর্গ থেকে কম কিছু নয়।

 

 কদম শুকিয়ে গেলেও তা আমার কাছেই রয়ে যাবে। তোমার স্মৃতিচিহ্ন হিসেবে।

 

 যে কদম কে পছন্দ করে না, সে তো বোকা, বড্ড বোকা।

 

কদমের মানুষকে কাছে টানার যে মোহনীয় ঘ্রাণ আছে, তা আর কোনো কিছুর মধ্যেই খুঁজে পাবে না।

 

ওগো আমার কদম রাণী! চলো কদমের প্রাসাদ গড়ি। আমাদের সে প্রাসাদ কদমের ছোঁয়ায় পবিত্র হয়ে উঠবে।

 

তুমি যখন আসবে, কদম হাতেই এসো প্রিয়!

 

আমি কদম দিয়েই জানাবো তোমায় “ভালোবাসি”। তাহলেই তুমি আর আমাকে ফেরাতে পারবে না। জানি, কদম যে তোমার বড় আদরের জিনিস।

 

মাঝে মাঝে ইচ্ছে করে কদম ফুল হয়ে যেতে, মন বলে, কদম ফুল হয়ে গেলে তোমার ভালোবাসা টা বোধহয় পাবো।

 

 ওগো আমার রাণী! তোমায় কদমে কদমে ভরিয়ে দিলে তুমি কি রাগ করবে? কদম যে আমার সবচেয়ে পছন্দের ফুল!

 

কদম ফুল নিয়ে উক্তি

 

 আমি চাই, একদিন কদম বৃষ্টি হোক। সেই বৃষ্টিতে সমস্ত দুঃখ-কষ্ট, জরাজীর্ণতা ধুয়ে-মুছে সাফ হয়ে যাক।

 

চলো, কদমের প্রাসাদে আমাদের অচেনা শহর গড়ি। সেই শহরে থাকবে শুধু তুমি, আমি আর কদম।

 

 তোমার শাড়িতে এঁকে দেব কদম ফুল। সেই শাড়ি পরেই তোমার-আমার প্রেমের সূচনা হবে।

 

আমি খুঁজে ফিরি একরাশ কদম ফুলের স্নেহমাখা আদর। তুমি কি তা দেবে, প্রিয়?

 

তোমাকে বারাবার দেখতে চাই, খোপায় কদম গোঁজানো তোমাকে, হ্যাঁ তোমাকেই।

 

কদম নিয়ে দাঁড়িয়ে এই আমি যদি তোমার কাছে শত আবদার করি; তবে আমাকে কি ফেরাতে পারবে তুমি?

কদমের পাপড়ি দিয়ে ভরিয়ে দেব তোমার চুলের কালো রাশ। তারপর সেই চুলে হাত বোলাবো পরম স্নেহে।

 

কদম ফুলের পিকচার

কদম ফুলের পিকচার

কদম ফুলের ছবি

কদম ফুল

কদম ফুল ছবি

কদম ফুল গাছের ছবি

কদম ফুল গাছ

কদম ফুল pic

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কদম ফুল নিয়ে ক্যাপশন শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote