শাপলা ফুল নিয়ে ক্যাপশন

শাপলা ফুল নিয়ে ক্যাপশন– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো শাপলা ফুল নিয়ে ক্যাপশন ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

শাপলা ফুল নিয়ে বানী

বিলের ভেতর শাপলা ফোটে
অনেক সুন্দর ফুল
খোকা-খুকু শাপলা পেলে
বানায় মালা, দুল।

 

শাপলা হাসে খুব সকালে
সূর্য হাসার আগে
কাকডাকা সে ভোরবেলাতে
বিলটা ভালো লাগে।

 

বৃষ্টি এলে বিলের পানিতে
শাপলা দেয় যে দোল
বেল পানিতে শাপলা পেকে
শালুক হয় যে গোল!

 

 সকালবেলা শাপলা শালুক
ভেজে ভেজে তাজা
শালুক খেতে ভালো লাগে
শাপলা অনেক মজা!

 

শরৎ সকাল হলুদ রোদ, তোর জন্য শিশির ভেজা ঘাস
বিলের জলে পাপরি মেলা, শাপলা তুই আর কি চাস?

 

 বিলের জলে শাপলা শালুক, ভাসছে হাঁসের দল
শাপলা নিয়ে করছে খেলা, খুঁজছে শালুক ফল।

 

নাওয়ের উপর একটি নারী, খোপায় শাপলা ফুল
ঠোঁটের কোণে রাঙ্গা হাঁসি, ঝিলিক দেয় কানের দুল।

 

 বিলে ঝিলে পুকুর ডোবায়
শাপলা ফোটে নদী-নালায়
সুগন্ধ নেই সুলভ এ ফুল
প্রাণটা সবার করে আকুল।

 

 পল্লী শিশু শাপলা তোলে
খেলে হরেক মনটা খুলে।
শালুক নামে কেউ বা চিনি
কেউবা তুলি কেউ বা কিনি।

 

নানান রকম আয়োজনে
মঞ্চ সাজাই আপন মনে
শাপলা ফুলের শোভা কেবল
চেয়ে দেখে মানব সকল।

 

জল ছুঁয়ে যায় হাতের কাকন,
ঠোঁট চেপে মৃদু মৃদু হাসে
শাপলা বিলের জলে তার
ধূসর রঙের আঁচল ভাসে।

 

ঢেউয়ের সাথে মিশে শ্যাওলা, মনের রঙে খেলে
পাশে আছে লাল শাপলা, শ্যাওলা মাখা জলে।

 

 বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। কিন্তু এটি কোন অট্টালিকা বাড়ির ছাদে জন্মায় না, কেউ দিনভর তার পরিচর্যা কিংবা আদর-যত্ন করে না। কিন্তু তারপরও গুণে-মানে অনেক পরিচর্যায় জন্ম নেওয়া ফুলগুলোর থেকে কোন অংশে কম নয় শাপলা। কোন মানুষকে বিবেচনা করার ক্ষেত্রেও তার জন্ম পরিচয় কিংবা চারপাশের অবস্থার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কর্ম।

 

পরিয়ে দেবো তোমার গলে
শাপলা ফুলের মালা,
তোমায় পেয়ে শাপলা ফুল
করছে নতুন খেলা!

 

 

 আমি সদ্য ফোটা এক সাদা শাপলা
তোমাদের অতি পরিচিত একজন।
যাকে তোমরা তোমাদের জাতীয় ফুল বলে সম্মোধন করেছো!
আমি সেই শাপলা।

 

আমি সেই শাপলা যাকে,
তোমরা তোমাদের বন্দী শিখায়
বন্দী করতে পারোনি।

লাল শাপলা ফুল নিয়ে ক্যাপশন

 

স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার
উড়তে চাই ডানা মেলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো
লাল শাপলার সেই বিলে!

 

 ছোটদের পাশা পাশি বড়দের কাছেও লাল শাপলা ফুল একটি প্রিয় পাশাপাশি অনন্ত সৌন্দর।

 

শাপলা ফুল পিকচার

 

লাল শাপলা ফুল নিয়ে ক্যাপশন

 

লাল শাপলা ফুল

 

শাপলা ফুল নিয়ে ক্যাপশন

 

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় শাপলা ফুল নিয়ে ক্যাপশন শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote