একাকিত্ব নিয়ে উক্তি

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Best একাকিত্ব নিয়ে উক্তি, ক্যাপশন , উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

একাকিত্বের মেসেজ

এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা।

 

সবথেকে কঠিনতম একাকীত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা ।

 

নিজেকে ভালো করে জানার জন্যও নিজেকে পর্যালোচনা করার জন্য একাকীত্বের প্রয়োজনীয়তা আছে।

 

মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।

 

একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে ।

 

মনকে সর্বদা শক্তিশালী করে রাখা যায় না , মাঝে মাঝে নিভৃতে একাকী থাকারও প্রয়োজন ;নিজের কান্না গুলির বহিঃপ্রকাশের জন্য।

 

একাকীত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মত থাকে না।

 

একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে ,”তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই”।

 

আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাইনা।

 

বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকীত্ব , যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে ।

 

একাকিত্ব নিয়ে কিছু শায়েরি

 

ঠিকানাহীন চলেছি আমি
জানি না কোন পথে
একাকিত্বের যন্ত্রণা নিয়ে
বেঁচে আছি কোনোমতে।

 

যদি কেউ কথা না কয়
ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয
তবে পরান খুলে
ও তুই, মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে।

 

ঘুম নেই আঁখিপাতে
আমি যে একেলা,তুমিও একাকী
আজি এ বাদল-রাতে।

 

তুমি বিনা কাটে না বিরহের এদিন
তুমি ছাড়া পৃথিবী অর্থহীন
শূন্যতায় ঘেরা সারাটা দিন
তুমি এসে করে দাও মোর জীবন
নতুন করে রঙিন।

 

এ অন্ধকারে লাগে বড় একা
কবে তুমি আসবে আবার
দেবে আমায় দেখা?

 

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়।

 

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?

 

তুমি নেই বলে
আজ চাঁদ আসেনি আকাশে,
নেই কোনো তারা।
তুমি নেই বলে
আজ ফুল ফোটেনি বাগানে,
ঝরে গেছে পাতা।

 

একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়।

 

একাকিত্ব নিয়ে স্টেটাস

  • প্রিয়জনের বিদায় মানুষের মনকে দেয় সর্বাধিক একাকীত্ব ।
  • একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী একটি ভালো পুস্তক ।
  • যে ঈশ্বরের অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করতে পারে সে জীবনে কখনো একাকিত্ব বোধ করে না ।
  • একাকীত্ব জন্ম দেয় মানসিক অবসাদের।
  • শুধুমাত্র বন্ধুত্বের অভাব ই একাকীত্ব এনে দেয় না; একাকীত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয়।
  • একাকীত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে।
  • মানবজাতি সত্যিই বড় বিচিত্র ।যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় ,আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকীত্বকেই কামনা করে।
  • এমন কিছু নেই যা তোমার আয়ত্বের বাইরে আছে। নিজের অন্তরে দৃষ্টিপাত করো। তুমি যা চাও সেখানেই তা সুরক্ষিত আছে আর সেটাই হল প্রকৃতপক্ষে ‘তুমি’।
  • পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময়ে একাকীত্বের যন্ত্রণা ভোগ করেছে ।
  • কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব থেকে খারাপ দিক টি কেবলমাত্র কষ্ট নয় ; তা হল একাকীত্ব ।কারণ একাকীত্ব কারো সাথে ভাগ করে নেওয়া যায় না।
  • একাকীত্ব মানে নিঃসঙ্গতা নয় এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমার ব্যাপারে কেউ ভাবে না ।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  একাকিত্ব নিয়ে উক্তি, ক্যাপশন ,উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

 

পড়তে পারেন:-

Bangla Quote