কষ্টের সাইরি – koster Shayari

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো  কষ্টের সাইরি নিয়ে উক্তি । আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

সেরা কিছু কষ্টের সাইরি – Koster Shayari

“কেউ দুঃখ পেয়ে সুখী,,
কেউ দুঃখ দিয়ে সুখী,,
কেউ হাসতে পেরে সুখী,,
কেউ বেশি বেশি কথা বলে সুখী,,
কেউ কথা গুলা নিরবে শুনে সুখী,,
তবে কেউই প্রকৃত সুখী না,
কিন্তু অভিনয়ে সবাই সুখী..!!”

 

তুমি আমি কেন দূরে দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়,
কাটে শুধু বেদনায়।

 

ভালোবাসা খুব সুন্দর
এবং পবিত্র
যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে
দেখতে পারেন
এবং পবিত্র করে রাখতে পারেন

 

কষ্ট গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।

 

 

“কষ্টে ভরা জীবন আমার,,
দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি..!! “

 

 

কারো মনে দিও না আঘাত,
সুখী হতে পারবে না ভালবাসতে না পারো,
অভিনয় করো না,
মনে রেখো, কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে!

 

মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা স্বপ্ন আজ ভেঙ্গে গেছে,
নেই কোনো আসা সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।

 

কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল,
জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?
জল বললো চোখটি তোমার সুখের নীড়,
কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

 

গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়।
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন
কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল।
দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না।
কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে
মানসিক ক্ষমতার উপর।
মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা

 

 

কাউকে মেরে ফেলতে চান?
তাহলে তাকে খুব ভালোবাসুন
তারপরে আস্তে আস্তে অবহেলা
করতে শুরু করুন।
তার পর হঠাত করে হারিয়ে যান
দেখবেন সে জিন্দা লাশ হয়ে গেছে।

 

“আমি কষ্টের স্মৃতি নিয়ে,করি বসবাস
আমায় নিয়ে কখনো, করোনা উপহাস
আমার জীবনটা হল,
একটা দুঃখের ইতিহাস
এটাই আমার ভাগ্যের,
নির্মম পরিহাস ।”

 

ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়

 

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি

 

পড়তে পারেন

 

 

 

“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকারচেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল।
কারণ নিজের কষ্টের জন্যকারো কাছে জবাবদিহি করতে হয় না।
কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তারঅভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।”

 

আজ নিজে, নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে।
তবে সত্য বলতে কি জানো জানু
আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি ।

 

যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয় মানুষ টিকে মনে রাখে
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে কখনো ভুলতে পারে না

 

জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না,,
কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়..!!

 

মানুষের মন।সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।

 

মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দুরে,,
ভালবাসি এই কথাটি বলবো না আর তোরে..
সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে,,
না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে!!

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কষ্টের সাইরি – koster Shayari শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote