ইবাদাত বা আমল নিয়ে উক্তি

ইবাদাত বা আমল নিয়ে উক্তিইবাদাত নিয়ে আমরা কথা রকমের কথা শুনি । তবে বিশ্ব বিখ্যাত মনীষীরাও ইবাদাত  নিয়ে উক্তি  কিছু বাণী   বা  উক্তি করে গেছেন । সেই বাণী বা উক্তি গুলো নিচে সাজিয়ে দেয়া হলো ।

 

ইবাদত নিয়ে উক্তি

 

  • অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট।
    – হযরত মুহাম্মদ (সাঃ)

 

  • মানুষের সাথে মিটমাট করার চেষ্টা করবে। কেননা এটা হল একটি উত্তম আমল।
    – সংগৃহীত

 

  • যে ব্যক্তি জ্ঞান ব্যতীত আমল করে সে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।
    – ওমর ইবনে আব্দুল আজীজ

 

  • আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
    – সংগৃহীত

 

  • আমার নবীর দুই খুঁটি। তা হলো ইবাদত আর নামাজ। তাই নামাজ কাযা করো না।
    – মাওলানা তারিক জামাল

 

  • তোমরা নেক আমলে পরস্পর প্রতিযোগিতা কর।
    – সূরা মায়েদাঃ ৪৮

 

  • লোক দেখানো আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়।
    – সংগৃহীত

 

  • সুন্দর ধারণা সুন্দর ইবাদতের অংশ।
    – দাউদঃ ৪৯৯৩

 

  • গীবত মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দেয়।
    – সংগৃহীত

 

  • সৎ আমল যতই বৃদ্ধি পায়, ঈমান ততই বৃদ্ধি পাবে।
    – সংগৃহীত

 

  • হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।
    – সূরা আল-হাক্কাঃ ২৫

 

  • অল্প জ্ঞানে আমল নষ্ট হয়ে যায়। শুদ্ধ জ্ঞানই আমলের পূর্বশর্ত।
    – হযরত আলী (রাঃ)

 

  • অসুস্থ ব্যক্তির সেবাযত্ন করা, রাত জেগে নফল ইবাদতের চেয়েও উত্তম।
    – মাওলানা তারিক জামাল

 

পড়তে পারেন:-

 

হাদিস  বাণী

 

কোনো কাজে মানুষকে তোমার সবটুকু দিয়েও রাজী করাতে পারবে না কিন্তু তোমার প্রভু তোমার একটুখানি ইবাদতেই রাজী হয়ে যায়।
– মাওলানা তারিক জামাল

 

মানুষের সাথে সামান্য বিষয়ে হলে কথা-কাটাকাটি হলে সে আপনাকে ছেড়ে চলে যায়। আর আল্লাহ আপনার সামান্য ইবাদতেও খুশি হয়।
– মাওলানা তারিক জামাল

 

তিনটা আমল করা খুব কঠিন। ১. অতিরিক্ত রাগের সময় কাউকে ক্ষমা করা। ২. খুব অভাব থাকা সত্ত্বেও কাউকে দান করা। ৩. একান্ত নির্জনতায় নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা।
– হযরত আলী (রাঃ)

 

ছোট ছোট আমল সঠিক ও পরিশুদ্ধ হলে আল্লাহ সেগুলো কবুল করে। তাই আমাদের উচিত যেসব আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেগুলো বেশি বেশি করে করা। আমাদের আজকের আমল বা ইবাদত নিয়ে উক্তিসমূহ ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম বিভিন্ন বিষয় নিয়ে আরো উক্তি বা বাণী পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

 

ভালো নিয়তের কারণে মানুষ সওয়াব পায়, যা অনেক ক্ষেত্রে ভালো আমল করার পরেও পাওয়া যায় না। কেননা এতে লোক দেখানো বা লৌকিকতার সুযোগ থাকে না।
– হযরত আলী (রাঃ)

 

নিশ্চয়ই মুমিন ব্যক্তি যদি কোন নেক কাজ অথবা ভালো কাজ করে তাহলে ঐ ব্যক্তি মারা গেলে তার সাথে তার নেক আমল মিলিত হবে অর্থ্যাৎ আমলনামায় তার প্রতিদান জমা হবে।
– সংগৃহীত

 

ইসলামে ইবাদত শুধুমাত্র প্রার্থনা, রোযা রাখা, হজ্জ পালন করা নয়, বরং আল্লাহর আনুগত্যের মধ্যে নিজের জীবন যাপন করা, সন্তুষ্টি কামনা করা ঠিক যেভাবে তিনি নির্ধারণ করেছেন।
– আবু হামিদ আল গাজালি

 

তুমি তোমার আমলনামার খাতা আমোদ-প্রমোদে পূর্ণ করো না। কেননা শেষ বিচারের দিনে তোমার জীবনে আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
– আব্দুল কাদের জিলানী

 

ইবাদত হলো একটি ব্যবসার মতো। এর দোকান হলো নির্জনতা, পুঁজি হলো তাকওয়া আর লভ্যাংশ হলো বেহেশত।
– আবু বকর (রাঃ)

 

আমলবিহীন জ্ঞান অনেক সময় উপকারী হতে পারে তবে জ্ঞানবিহীন আমল কখনো উপকারী হয় বলে আমার জানা নাই।
– হযরত ওসমান (রাঃ)

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় ইবাদাত বা আমল নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote