New Year wishes Bangla SMS

?নতুন অভিজ্ঞতা নতুন দিন শুরু করুন, যা শেষ হয়েছে,
নতুন জন্মসূত্রে পাঠ্যসূচী করা এই এসএমএস।

?একটি বছর আরো কেটে গেলো তোমার অপেক্ষায়
সারা জীবন সাথে থাকবো কথা দিয়েছিলে মনের অন্তরায়।
দেখো ডিসেম্বর আবার চলে গেলো মন উদাস করে
নতুন বছর সেজে উঠুক আবার নতুন করে।

?বন্ধু তোমার ভালোবাসার সব জানালা খোলা রেখো,
মনের আকাশ মেঘলা হলে আমায় একটু ডেকে নিয়।
ঝড় বৃষ্টি কাটিয়ে উঠে দেখবো এবার আলোর হাসি,
আমি আছি থাকবো এভাবেই তোমার মনের পাশাপাশি।

?বছর শেষে স্মৃতি গুলো বললো ভালোবেসে,
একটি বছর পেরিয়ে গেলো মনের ক্যানভাসে।
নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো,
আমি আর আসবোনা ফিরে আমায় মনে রেখো।
তবু যদি ভীষণ ভাবে মনে পড়ে আমায়,
ডাক দিও মনে মনে আসবো তোমার স্মৃতির আঙিনায়।
ভালো থেকো সুখে থেকো এটাই আমি চাই
নতুন বছর দিয়ে গেলাম তোমার দুচোখের পাতায়।

?আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
*** হ্যাপি নিউ ইয়ার ***

?ফুল ফুটতে প্রস্তুত, সূর্য উত্তাপের জন্য প্রস্তুত, আকাশের নীচে এসে নববর্ষের সূচনা অনুভব করে।

?এই নতুন বছর আপনার জীবনে ইতিবাচক শক্তি, ভালবাসা, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং আলো নিয়ে আসুক। আপনার সামনে একটি দুর্দান্ত বছর কাটুক। শুভ নব বর্ষ!

?এই সম্পর্ক এমন করেই ধরে রেখো
তোমার মনে আমার খেয়াল এভাবেই সাজিয়ে রেখো।
অনেক সুন্দর কাটলো পুরানো বছর
শুধু এমন করেই তোমার সঙ্গ পেতে এই নতুন বছর।

?নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
হ্যাপি নিউ ইয়ার।

?শ্বর আপনাকে এখন, আগামীকাল এবং সর্বদা রক্ষা করুন! তিনি আপনাকে প্রতিপালিত যে কোন মন্দ থেকে রক্ষা করুন! এই বছর আপনাকে আনন্দ, সমৃদ্ধি, সুখ এবং শক্তি, নববর্ষের শুভেচ্ছায় পূর্ণ করুন।

?নতুন বছর আসুক নিয়ে অনেক অনেক খুশি,
সেই খুশিতে ভরে উঠুক সকল বিশ্ববাসী।
তোমরা সবাই ভাল থেকো এই কামনা করি,
নতুন বছরে এর কি বা দিতে তোমায় পারি।

?নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো
নতুন সূর্য নতুন প্রানে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে ।
মেতে উঠুক মন নতুন বর্ষে ।
*** শুভ নববর্ষ ***

?আমি আপনাকে এবং আপনার সুন্দর পরিবারকে একটি খুব সুখী এবং সমৃদ্ধ নতুন বছরের কামনা করছি। নিরাপদে থাকুন এবং নতুন শক্তি দিয়ে মহামারীকে পরাজিত করুন।

?নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আসা
চারিদিকে ছড়িয়ে দিক শুধুই ভালবাসা।
হানা হানি বিদ্বেষ সবকিছু আজ ভুলে
সবাই মিলে মিশে হাসবো প্রাণ খুলে।
দুই দিনের এই জীবনটাতে রাখবোনা কোনো ক্ষোভ, লালসা।
থাকবে শুধু তোমার আমার মনের ভালোবাসা।
~~ শুভ নববর্ষ & happy new year ~~

 

?নতুন সকাল নতুন দিন শুরু হয়, যা শেষ হয় না,
নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

?এক একটা বছর শেষ হয়ে নতুন একটা বছর আসে। কী বদলায় আসলে? বলি বটে, নতুন সূর্য, নতুন দিন, আসলে কিন্তু পৃথিবীর বয়স বাড়ে, আমাদেরও। আর বাড়ে অভিজ্ঞতা।

?নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা।
হানা হানি ভেধাভেধ সব কিছু ভুলি
এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি ।

?নতুন বছর কাটুক সবাইকে নিয়ে, সুস্থ ভাবে। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে দিনগুলোও যেন পালটায়। আমরা যেন হাঁটতে পারি অন্ধকার থেকে আলোর দিকে।

Bangla Quote