কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন

কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন  ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন

  • কৃষ্ণচূড়াকে পেতে চাও? তাহলে অন্যান্য ফুলকে ও ভালোবাসতে শেখো।

 

  • কৃষ্ণচূড়ার লালে লালে ছড়িয়ে আছো তুমি! তাইতো কৃষ্ণচূড়া ফুল আমার এত প্রিয়!

 

  • কৃষ্ণচূড়ার লালিমা ছড়িয়ে জানাই তোমায়- “সুপ্রভাত।” তোমার সকাল সুন্দর কাটুক।

 

  • কৃষ্ণচূড়ার মতো সুন্দর হে তুমি! এত সুন্দর করে গড়েছে তোমায় সৃষ্টিকর্তা।
  • আমার কাছে গোলাপ নয়, কৃষ্ণচূড়া ই সকল ফুলের রানী।

 

  •  আমি কৃষ্ণচূড়া ফুল কে সবচেয়ে বেশি ভালোবাসি। কেননা, এই ফুলের মাঝে আমি যে তোমায় খুজে পাই!

 

  • কৃষ্ণচূড়ার আবেগে ম্লান হয়ে ধরা দিও আমার কাছে। আমি তখন তোমায় ফিরিয়ে দেব না।

 

  • কৃষ্ণচূড়া ফুল প্রকৃতিতে বিরাজ করে বলেই পৃথিবী এত সুন্দর।

 

  •  কৃষ্ণচূড়ায় ভরিয়ে দেবো তোমার এই সুন্দর পৃথিবী।

 

  • শেষ বিকেলে না হয় কৃষ্ণচূড়া ফুল নিয়ে ই আমার কাছে এসো। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে পরবর্তী কথা হবে।

 

 

  •  কৃষ্ণচূড়া ফুল সামনে দেখলে যেন তাকিয়ে ই থাকতে মন চায়।

 

 

  • তোমার শরীরের গন্ধে কৃষ্ণচূড়ার ঘ্রাণ মিশে আছে।

 

  • ও কৃষ্ণচূড়া ফুল! তুমি এত সুন্দর কেন?

 

  •  কৃষ্ণচূড়া ফুলের লাল রং ছুঁয়ে দেয় কবিতা আর কল্পনা কে। সে কবিতা আর কল্পনা ছুঁয়ে দেয় আমার স্বপ্নকে। আমার স্বপ্ন ছুঁয়ে দেয় তোমাকে। আর তুমি ছুঁয়ে দাও আমাকে।

 

  • তুমি আসবে বলে কৃষ্ণচূড়া দিয়ে সাজিয়েছি আমার বেলকনি, আমার বারান্দা আর আমাদের সেই বেঞ্চি। যে বেঞ্চিতে বসে আমরা প্রতিদিন কবিতা পাঠ করতাম।

 

  • কোনো এক দিন যদি কৃষ্ণচূড়া ফুল ঝরে যায়; তবে জেনে রেখো, আমিও ঝরে যাব।

 

  •  সেই কবেই কৃষ্ণচূড়া ফুল আমার বইয়ের পাতায় গুঁজে রেখেছি। এত দিনে শুকিয়ে গেছে পাপড়ি। তবু ও তুমি এলেনা!

 

  • পারবে?- আমাকে কৃষ্ণচূড়া ফুল দিয়ে হাটু গেড়ে বসে প্রপোজ করতে।

 

  • আমি চাই, কৃষ্ণচূড়া ফুলের বৃষ্টি নামুক। সে বৃষ্টিতে ভিজবো তুমি আর আমি।

 

  •  আমার সকল অঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুল। সেই কৃষ্ণচূড়া ফুল আমাকে সারাদিন মোহিত করে রাখে।

 

  •  ও কৃষ্ণচূড়া ফুলের কলি! তুমি কবে ফুটবে? বেলা যে গড়িয়ে যায়! আর তর সয় না।

 

  •  কৃষ্ণচূড়া ফুল! তুমি ফুটবে বলে আজ প্রকৃতি এক অন্যরকম অপরূপ সাজে সেজেছে।

 

  •  কৃষ্ণচূড়া ফুলের মায়ার জালে আমি জড়িয়ে গেছি। সেই মায়া কেটে বের হওয়া অসম্ভব দুরূহ ব্যাপার!

 

  • আমি চাই তুমি আমার জন্য নিয়ম করে চিঠি লেখ। সেই চিঠি জুড়ে শুধু কৃষ্ণচূড়া ফুলের নাম থাকুক।

 

  • কৃষ্ণচূড়া ফুল তুমি কবে ফুটবে? তোমাকে নিয়ে কবিতা লিখবে বলে হাজারো কবি বসে আছে নদীর ধারে। তাদের কলমের কালি যে শুকিয়ে যাচ্ছে, পাতা যাচ্ছে ফুরিয়ে। সর্বোপরি, দিন যাচ্ছে গড়িয়ে।

 

  • কৃষ্ণচূড়া ফুল! তোমার মধ্যে কি এমন জাদুকরী ক্ষমতা আছে, বলতে পারো? যার জন্য সবাই তোমাকে নিয়ে এত পাগল!

 

  • ও কৃষ্ণচূড়া ফুল! আমাকে ছেড়ে চলে যেওনা বহুদূর।

 

  • তুমি তো ভাগ্যবতী যে, সৃষ্টিকর্তা তোমাকে কৃষ্ণচূড়া ফুলের মতো সৌন্দর্য দান করেছেন।

 

  •  কৃষ্ণচূড়া ফুল কে নিয়ে রচিত হয়েছে হাজারো কাব্য, হাজার রচনা। সেগুলো এখন প্রকাশ হবার অপেক্ষায়।

 

 

  • আমি যখন কৃষ্ণচূড়াতে হাত বুলাই; মনে হয় আমি তোমাকেই বুলাচ্ছি।

 

  •  কৃষ্ণচূড়া যেমন তার পাতার মাঝে সবচেয়ে বেশি আরাম বোধ করে, তেমনি আমি তোমার সাথে থাকলে সবচেয়ে আরাম বোধ করি।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote