দিগন্ত নিয়ে উক্তি

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো দিগন্ত নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

দিগন্ত নিয়ে উক্তি ক্যাপশন

আমরা সবাই একই আকাশের নিচে বাস করি, কিন্তু আমাদের সবার দিগন্ত ভিন্ন।
– কনরাড এডেনাউয়ার

 

নেতারা শুধু দিগন্তে চোখ রাখে, নিচের দিকে নয়।
– ওয়ারেন জি বেনিজ

 

 সীমানা নয়। দূর দিগন্তেই মিলবে স্বাধীনতা
– অ্যামেলিয়া ইয়ারহার্ট

 

 দিগন্তের দিকে তাকান, আপনার ডানা ছড়িয়ে দিন এবং উড়ে যান।
– টম রিলি

 

 একজন সত্যিকারের যোদ্ধা কখনো মাথার নিচু করতে পারে না। তাঁর চোখ থাকে দিগন্তের দিকে ।
– পাওলো কোয়েলহো

 

আমি সবসময়ই বিশ্বাস রেখেছি, দিগন্তের ওপাড়ে একটি ভালো পৃথিবী আছে।
– ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

 

পূর্ণতা বিষয়টা অনেকটা দিগন্ত তাড়া করার মতো। চলতে থাকুন।
– নিল গাইমান

 

দিগন্ত আপনার কাছে আসবে না; আপনাকে দিগন্তের দিকে যেতে হবে!
-মেহমেত মুরাত ইলদান

 

অনেকের দিগন্ত হল শূন্য ব্যাসার্ধের একটি বৃত্ত। তারা এটাকে তাদের দৃষ্টিভঙ্গি বলে।
– আলবার্ট আইনস্টাইন

 

আকাশ যেখানে শেষ হয়, দিগন্ত সেখানে শুরু হয়।
– টম পেটি

 

প্রতিদিন একটি নতুন দিগন্ত তৈরি করুন। -ক্রিস্টোফার

 

আপনিই একমাত্র ব্যক্তি যিনি আপনার নিজের দিগন্তকে প্রসারিত করতে পারেন।
– এডগার ম্যাগনিন

 

মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সেই শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় তরতর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় রি রি করে উঠে।দিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি আমরা৷
– হুমায়ুন আহমেদ

 

 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
– গোবিন্দ হালদার

 

শিক্ষা আমাদের দিগন্তকে প্রসারিত করে।
– বেনোট

 

 আমি দীপ্তিমান সূর্য, দিগন্তে হারাবো। পৃথিবীর বুকে তবু চিহ্ন এঁকে যাবো।
– রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

 

একটু দূরে সেখানে
দিগন্ত জড়িয়ে আছে আকাশ
আর উদাস সময় মিশে আছে
নিজের খেয়ালে।

 

চলেছি সবাই দূরের দিগন্তের দিকে , অপার কোন এক শান্তির খোঁজে।

 

শেষ বিকেলের পড়ন্ত রোদ পিঠে নিয়ে
দিন আর সাঝেঁর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল
পড়ন্ত বিকেলের সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল

 

আকাশ আমায় ডাকে
মন ছুটি চায়,
ময়ূরপঙ্খী মেঘ ঐ দিগন্তে যায় ভেসে।

 

ইচ্ছে রঙের ক্যানভাসে জানালার ওপাশের ছবি
নীল দিগন্তে আকাশ, পালিয়ে যাবি নাকি?

 

কবিতা হলো নদীর মতোই অনিশ্চিত
কখন যেন বাঁক নেয় দিক থেকে দিগন্তে।

 

 

তবু লড়ে যেতে চাই
যদি নতুন দিগন্ত পাই
ইচ্ছে হয় আরেকটি বার
তোর হাতটা ধরব আবার
পাড়ি দিব অন্য পথে
ভালোবাসার মিলন রথে।

 

সেই থেকে আমি
যার আশায়, যার নেশায়
কত উত্থান পতনের কঠিন পথ পাড়ি দিয়ে
দিগন্ত জয় করেছি,
আজ সেই বলেছে
আমি নাকি তার বাগিচার
অপরিচিত অযাচিত আগাছার ফুল ছিলাম।

 

ভুলে যাই এখন, দিগন্ত আমারও ছিল
রোদ নেই যদিও, নেই বসন্তের হলুদ রেখা,
উত্তর পশ্চিম সব কিছু ভুলে
আমি তবে সেই দিগন্তেই থাকি,
বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে
টুকটুকে লাল স্বপ্নের শিখা।

 

লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে,কী হবে আর কুকুরের মতো জীবন রেখেয?কতদিন সন্তুষ্ট থাকবে অন্যের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে?
– সুকান্ত ভট্টাচার্য

 

হায়, এ ধরায় কত অনন্ত
বরষে বরষে শীত বসন্ত
পুলকে দুখে ভরি দিক্‌ দিগন্ত
হাসিয়া গিয়াছে ভাসি।
– রবীন্দ্রনাথ ঠাকুর

 

দিগন্তের মাঝে আটকে থাকতে চাই
ছোট গন্ডিতে যেন না হারিয়ে যাই।
প্রতিটি পদক্ষেপে তোমাকে চাই।

 

মেঘে ঢাকা আঁধার রাতে
কোথায় মিশে গেল দিগন্ত আর সমুদ্র?
এলোমেলো ঢেউ গুলো সাগরে বুকে
আল্পনা এঁকে দিয়ে নিরবে ডুবে যায়।

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় দিগন্ত নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote