কাব্যিক ক্যাপশন – জীবন নিয়ে কাব্যিক ক্যাপশন

কাব্যিক ক্যাপশন গুলো পড়ে খুব ভালো লাগলো । তাই সবার সাথে শেয়ার করলাম । যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন ।

 

কাব্যিক ক্যাপশন রোমান্টিক

প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে।
লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।

 

প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা।
প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।

 

তোমায় দেখে মনে হয় কত পরিচিতা।
জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।

 

তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী,
আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।

 

প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা।
কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।

 

মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ।
তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।

 

সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা,
ভুলতে পারি না সেই এক পলকের দেখা।

 

দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা।
পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।

 

তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি।
এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…

 

মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি।
সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…

 

তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে।
আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।

 

গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর।
এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।

 

তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার।
কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।

 

আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা।
আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।

 

নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে,
এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…

 

পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি।
দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।

 

জীবন নিয়ে কাব্যিক ক্যাপশন

 

একটা জিনিষ খেয়াল করে দেখলাম,
জীবনে প্রত্যেক কাজে কমসে
কম সাহস টুকু বুকে রাখতে হয়

 

জীবনে শেষ বলে কিছু হয় না,
সবসময়ই কিছু নতুন
তোমার জন্য অপেক্ষা করে থাকে।

 

বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়

 

অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।
নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

 

নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে,
অন্যের সমালোচনা করার সময় না পাও।

 

জীবনে আঘাত আসাটা
Part Of Life,
আর সেগুলো হাসিমুখে পার করাটা
Art Of Life.

 

জীবনের সবচেয়ে বড়ো জয় হলো,
এমন কিছু করে দেখানো যা
সবার কাছে কল্পনার অতীত হয়।

 

কখনো শেখা বন্ধ করো না,
কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না।

 

জীবনে যার লক্ষ্য যত বড়,
তার সফলতাও তত বড়..
তাই নিজের লক্ষ্য বড় করো..
সফল তুমি হবেই

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কাব্যিক ক্যাপশন শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote