আমাদের দেশের নাম কি?

আমাদের দেশের নাম কি? কখন কিভাবে নাম করণ করা হল, তা নিয়ে আমাদের আজকের পোস্ট টি। আশাকরি সবার কাজে আসবে।

ডাকনাম হল- বাংলাদেশ

বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

আমাদের দেশের সাংবিধানিক নাম হলো –

“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” (The People’s Republic of Bangladesh)

বাংলাদেশের সংবিধানের ১নং অনুচ্ছেদে আমাদের দেশের নামকরণের কথা উল্লেখ আছে।

অনুচ্ছেদ-১-
বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হবে।

Article-1-
Bangladesh is a unitary, independent, sovereign Republic to be known as the “People’s Republic of Bangladesh”.

 

আমাদের সংবিধানের নাম কি?

বাংলাদেশের সংবিধানের নাম হল- “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান”

 

বাংলাদেশ নামকরণ কে করেন?

বাংলাদেশের নাম করণ করেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে
(হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে)

Bangla Quote