Bangla Shayari

Bangla Shayari – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Bangla Shayari ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Best Bangla Shayari

-প্রেমেরি ভুবনে জীবনে মরণে ,রাখিবো তারে আদরে ,বাসিবো ভাল রাখিবো অন্তরে।

 

-মেঘ চায় বৃস্টি,আর চাঁদ চায় নিশি,মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি,যা তুমি জান না।

 

-বৃস্টি নামলে শহর ভেজে।। ভিজতে পারিনা আমি শরীর ভেজানো ভীষণ সহজ। মন ভেজালো দামি।

 

-তুমি হয়তো নিজেকেই নিয়ে আছো অনেক খুশি,কিন্তু আমি নিজের খুশি নিজেরই মধ্যেই খুঁজি।

 

-পুকুরে নেই পানি, পাতা কেনো ভাসে,যার সঙ্গে কথা নেই সে কেনো আমায় দেখলে হাসে।

 

-ভাবতে আমার ভাল লাগে শুধু তোামাকে,তোমারই মাঝে হারিয়ে ফেলেছি আমি এই আমাকে।

 

-নদী যদি হয় রে ভরাট,কানায় কানায়,হয়ে গেলে শুন্য হঠাৎতাকে কি মানায় রে।

-দুর নিলিমায় রয়েছি তোমার পাসে।খুজে দেখ আমায় পাবে হ্নদয়ের কাছে।

 

-এই শহরে কেউ কারো নয় কিছুটা মায়া আর কিছুটা অভিনয়,আর কিছু নাইরে।

 

-কে্উ যেতে চায় কাছে!আর কেউ দুরে।

 

আমার স্বপ্নের বুকে আকাশ নদী কত মাখামাখি,ঘুম হারা এ দুচোখ তুমিও দেখো নাকি।

 

-কারো মনে আঘাত দিও না,সুখী গতে পারবে না্,ভালবাসতে না পারলে,অভিনয় করো না,মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে।

 

– কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ,কিন্তু সাথে থেকে কারোর স্বপ্ন পূরণ করা অনেক কঠিন।

 

-সময় থাকতে ভালো থাকার অভিনয়টা শিখে নিতে হয়।

 

-পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে! কিন্তু ভুল বুঝতে সময় লাগে না।

 

-আমি আমার মতো থাকি

লোকে কি বললো

তাতে আমার কিছু আসে যায় না

কারণ কিছু কিছু লোকের জন্মই হয় ওপরের নিন্দা করার জন্য।

Bangla Shayari-for-fb

-অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোন গো মধুর হাওয়া প্রেম করেছি আমি তোর সাথে।

 

-ওই পাগলি তুই কোথায় আছিস জানিস? আমার হ্নদয়ে যেখানে অন্যদের প্রবেশ নিষেধ!!

 

-জানিনা কিভাবে তোমার দেখা পাবো আমি,জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। আমি শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।

 

-নীরবে ভালবাসা নীরবে কাছে আসা নীরবে নীরবে সওয়া নীরবে হারিয়ে তোমায় শুধু নীরব হয়ে যাওয়া।

 

-আজ তুই নেই কাছে প্রেমের পাপড়িগুলো

ঝড়ে উড়ে গেছে..

 

-প্রেম এক সূখ পাখি! যা পুষতে হয় বুকের খাচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।

 

-একা পাখি বসে আছে শহরের দেয়ালে।

 

– ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা…সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা.ছিরতে পারিনি আমার মনের পাতা,,যেখানে জমে আছে এই জীবনের অনেক ব্যাথা।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Bangla Shayari  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

 

Bengali Whatsapp Status