রোমান্টিক কাব্য

রোমান্টিক কাব্য নিয়ে হাজির হলাম আবার আপনাদের সামনে । এখানে আমরা কিছু সুন্দর সুন্দর কাব্য ছন্দ দিয়েছে যেগুলো পড়ে অনেক ভালো লাগবে আপনাদের । প্রেমিকার সাথেও শেয়ার করতে পারবেন ।

কিছু রোমান্টিক কাব্য

রাতের আকাশে যদি জেগে রয়
ফুলের সুরভী বাতাসে ছড়ায়
কাছে আসবে তুমি শুধু এই আশায়
একা একা আমি তাই এসেছি হেথায়

 

তোমার রুপের ছটায় আমি পাগল হয়েছি
প্রেমের লাগি তখন থেকেই কাঙ্গাল হয়েছি

সন্ধ্যে বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালো
দূর থেকে আমি চেয়ে দেখি শুধু তোমার রূপের আলো

জমন সফল হবে আমার শুন্য হৃদয় হবে পূরণ
একবার চাও মুখের পানে, তুলে তোমার নয়ন ।

 

রুপবতি কন্যা আর মান করো না
ভুলে বুঝে মোরে আর ব্যাথা দিও না
প্রানের চেয়েও তোমায় আমি বেশী ভালবেসেছি
তাইতো এই প্রান তোমায় উজাড় করে দিয়েছি ।

প্রেমে তোমার জড়িয়েছি কেমনে বোঝাই বলো
একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো ।

প্রেমের স্বর্গ পড়বো মোরা, শুধু দু-জনেতে প্রিয়া
যেথা শুধু রবো তুমি আর আমি অধরে অধর মেলিয়া ।

 

তোমার প্রেমে পাগল আমি তা কি তুমি বুঝো না ?
তবে কেন থাকো দূরে, আমার কাছে এসো না ।

 

তোমার রূপের আলোর শিখায় সদাই আমি জ্বলছি,
পাবো কবে তোমায় আমি তারই দিন গুনছি ।

তুমি ছাড়া শুন্য সবই কিছু আর ভালো লাগে না
কবে আসবে প্রিয় তুমি, আমার মন তো আর মানে না ।

 

বলো তো কোন শুভ দিনে আসবে লাজে রাঙা হয়ে
আমার শুন্য হৃদয় পূর্ণ হবে তোমায় বুকে জড়িয়ে ।

 

 

ঘুমাও আমার বুকের কাছে, আদর ভরা আলিঙ্গনে,
একটা আকাশ দিলাম তোমায়, চুপটি করে সঙ্গোপনে ।
ঘুমিয়ে যাও তুমি এই খানেতে, মেঘের দেশে চাঁদের কোলে,
পরির দেশের স্বপ্ন দিলাম, তোমায় ভালোবাসি বলে।

 

আমার ভালোবাসা নিয়ে কোথায় হারালি ?
তোর কোমল স্পর্শে সব কষ্ট ভুলেছিলাম,
আবার আয় তো এই বুকে, মমতার মহা
সমুদ্র নিয়ে বসে আছি, তুই ডুব সাতার না দিলে
সাগরও শুকিয়ে যাবে যে ।

 

 

প্রেমের কি স্বাদ আছে বল নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে
পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় কুসস্কাকের নাম প্রেম
শাশ্বত প্রেম হচ্ছে এক জনের শরীরে ঢুকে আরেক জনের
স্বপ্ন দেখানো ।

Bangla Quote